সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো বলিউড ও দক্ষিণীর মিশেল। তার উপর আবার চমকদার ভিএফএক্স। দু'য়ের মিশেলে নীতিশ তিওয়ারির ফ্রেমে 'রামায়ণ' দর্শকদের মন জয় করবে বলেই আশা। তা পুরোপুরি স্পষ্ট হবে ছবি মুক্তির পর। তবে ইতিমধ্যে 'রাম' রণবীরের ঢালাও প্রশংসা করছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত ওয়েভ সোসাইটি ২০২৫ অনুষ্ঠানে অংশ নেন ফড়নবীশ। সেখানে প্রযোজক নমিত মালহোত্রা বলেন, "আমি মনে করি আমরাই হলাম পৃথিবীর প্রাচীনতম গল্পের ধারক ও বাহক। আমাদের শিল্প, সঙ্গীত, নাটক খুবই প্রাচীন। এবং আমরা চাই প্রযুক্তির মাধ্যমে ফুটিয়ে তোলা। সেটাই আপনারা করছেন। আমি বিশ্বাস করি যেটা আপনারা করছে তা বিশ্বের সেরা হবে।"
বলিউডের 'রামায়ণ' ছবিতে রণবীর কাপুর, সানি দেওলের পাশাপাশি ‘কেজিএফ’ স্টার যশ, বিজয় সেতুপতি, সাই পল্লবীরা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। গতবছর ‘আদিপুরুষ’ ঝড়ের মাঝেই রণবীর কাপুরের রাম হওয়ার ঘোষণা হয়েছিল। তবে বাকি কাস্টিং নিয়ে ধন্দ ছিল! পরে শোনা গেল, রাবণের চরিত্রে দেখা যাবে কেজিএফ তারকা যশকে। অন্যদিকে হনুমানের ভূমিকায় বলিপাড়ার সানি দেওলকে চূড়ান্ত করেছেন নির্মাতারা। নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ খ্যাতনামা দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে দেখা যাবে বিভীষণের চরিত্রে। সূত্রের খবর, ২০২৫ সালের দিওয়ালির আগেই ‘রামায়ণ’ ট্রিলজির প্রথম পর্বের কাজ সারতে চাইছেন নির্মাতারা। কারণ ২০২৬ সালে প্রথম পর্ব মুক্তি পাবে। দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দিওয়ালিতে আসার কথা।
