সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুগ এগিয়েছে। এখন বেশিরভাগ মহিলাই কর্মরত। তা সত্ত্বেও মহিলারাই সন্তান এবং সংসারের সিংহভাগ দায়িত্ব নেবেন বলেই মনে করেন অনেকে। কিন্তু রণবীর মোটেও তেমন নন। কমপক্ষে আলিয়ার কান জয়ের সময় তিনি যেভাবে বাবার দায়িত্ব পালন করেছেন, তা সত্যিই প্রশংসাযোগ্য। নেটিজেনরা তো অভিনেতাকে 'সুপারড্যাড' তকমা দিয়েই ফেলেছেন।
আপাতত কানের মঞ্চে ব্যস্ত আলিয়া। এই প্রথমবার অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। তাঁর প্রথমদিনের ফ্লোরাল পোশাকের ভিন্টেজ লুক মন ছুঁয়েছে সকলের। আবার দ্বিতীয় দিনে গুচির শাড়ি পরে অনুরাগীদের নজর কেড়েছেন অভিনেত্রী।
এদিকে, মা যখন কানের মঞ্চে ব্যস্ত তখন মুম্বইতে বাবার দেখভালে দিব্যি দিন কাটছে ছোট্ট রাহার। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, রবিবার দুপুরে বাবার সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছেন। এদিন মেয়েকে নিয়ে মুম্বইয়ের মাউন্ট মেরি গির্জায় যান অভিনেতা। গির্জায় ঢুকে বেশ কিছুক্ষণ বাবা ও মেয়ে সময় কাটান। এদিন রণবীরের পরনে ছিল হালকা গেঞ্জি, প্যান্ট এবং মাথায় টুপি। ছোট্ট রাহার পরনে গোলাপি ও সবুজের মিশেলে ফ্রক। পায়ে স্নিকার্স।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি যেন বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে। স্ত্রীর অনুপস্থিতিতে যেভাবে মেয়ের দায়িত্ব পালন করছেন রণবীর, তা দেখে মুগ্ধ নেটিজেনরা। কেউ কেউ তো আবার রণবীরকে 'সুপারড্যাড' তকমাও দিয়ে বসেছেন।
আলিয়া, রণবীরের সঙ্গে প্রায়শয়ই দেখা যায় রাহাকে। তবে বেশিরভাগ সময় বাবার কোলেই থেকে জড়িয়ে জাপটে থাকতে দেখা যায় খুদেকে। কেউ কেউ বলেন, রাহা নাকি বাবাকেই বেশি পছন্দ করেন। আর সন্তান জন্মের আগে নাকি রণলিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন খুদেকে নিজেরাই বড় করবেন। সেক্ষেত্রে ন্যানির সাহায্য নেবেন না। সে কারণে মা না থাকলে বাবা, আর বাবা ব্যস্ত থাকলে মায়ের সঙ্গে সময় কাটে তার।
