shono
Advertisement
Ranveer Allahbadia

'নতুন গল্প লিখছি, দায়িত্ব নিয়ে কাজ করব', বিতর্কের ঝড় সামলে ইউটিউবে প্রত্যাবর্তন রণবীরের

'আশা করি এই নতুন যাত্রায় সকলে আমার পাশে থাকবেন', বার্তা বিয়ারবাইসেপসের।
Published By: Anwesha AdhikaryPosted: 01:21 PM Mar 30, 2025Updated: 01:21 PM Mar 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনগন্ধী মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন। তবে বিতর্কের ঝড় সামলে ফের কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যাত্রা শুরু করলেন রণবীর এলাহাবাদিয়া। রবিবার তাঁর নতুন ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে। সেখানে রণবীর জানিয়েছেন, আগামী দিনে আরও দায়িত্ব নিয়ে ভিডিও বানাবেন। আপাতত তিনি নতুনভাবে গল্প লিখতে চাইছেন। সেজন্য সকলে যেন তাঁর পাশে থাকেন, নতুন ভিডিওতে এমনটাই আবেদন করেছেন জনপ্রিয় বিয়ার বাইসেপস।

Advertisement

গত ১ মাস নিজের ইউটিউবে নতুন কোনও ভিডিও প্রকাশ করেননি রণবীর। অবশেষে রবিবার 'লেটস টক' নামে মিনিট পাঁচেকের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে জানান, " এই কঠিন সময়ে অনেকেই ইতিবাচক থাকতে বলেছিলেন, তাঁদের ধন্যবাদ জানাই। গত ১০ বছর ধরে প্রত্যেক সপ্তাহেই আমি দু'তিনটে করে ভিডিও প্রকাশ করতাম। তবে খানিকটা জোর করেই একটা বিরতি নিয়েছি। ধ্যান, সাধনা, প্রার্থনা করে এই কঠিন সময়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করেছি। আগামী দিনে যত ভিডিও বানাব, চেষ্টা করব আরও দায়িত্ব নিয়ে কাজ করার। এই বিরতির পর আমি আবার নতুন করে গল্প লেখার চেষ্টা করছি। আশা করি এই নতুন যাত্রায় সকলে আমার পাশে থাকবেন।"

উল্লেখ্য, একটা বিতর্কিত মন্তব্যের জেরেই রাতারাতি বদলে গিয়েছে রণবীর এলাহাবাদিয়ার জীবন! মা-বাবার যৌনতা নিয়ে ইউটিউবারের অশ্লীল রসিকতায় চটেছে গোটা দেশ। একের পর এক কটাক্ষাবাণে হু হু করে কমেছে এলাহাবাদিয়ার সাবস্ক্রাইবারের সংখ্যাও। ছিছিক্কার সর্বত্র। ‘ভারতীয় সংস্কৃতি’, ‘পারিবারিক পরম্পরা ও ঐতিহ্য’কে অসম্মান করার অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে অসম থেকে মহারাষ্ট্রের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে।

তবে বিতর্কের মধ্যেই রণবীরকে তাঁর টক শো শুরু করার ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্ট। তবে শর্তসাপেক্ষে। শর্ত হল, এলাহাবাদিয়াকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে তাঁর পডকাস্ট অনুষ্ঠানগুলিতে নৈতিকতা এবং শালীনতার কাঙ্ক্ষিত মান তিনি বজায় রাখবেন। যাতে যে কোনও বয়সের দর্শকরা তাঁর শো দেখতে পারেন। আদালতের তরফে জানানো হয়েছে যে, ২৮০ জন কর্মীর জীবিকা তাঁর অনুষ্ঠান সম্প্রচারের উপর নির্ভরশীল, সেই প্রেক্ষিতেই তাঁকে ‘দ্য রণবীর শো’ চালু করার অনুমতি দেওয়া হয়েছে। অবশেষে সেই শো'তে ফিরলেন রণবীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ১ মাস নিজের ইউটিউবে নতুন কোনও ভিডিও প্রকাশ করেননি রণবীর। অবশেষে রবিবার 'লেটস টক' নামে মিনিট পাঁচেকের একটি ভিডিও প্রকাশ করেন।
  • একের পর এক কটাক্ষাবাণে হু হু করে কমেছে এলাহাবাদিয়ার সাবস্ক্রাইবারের সংখ্যাও। ছিছিক্কার সর্বত্র।
  • বিতর্কের মধ্যেই রণবীরকে তাঁর টক শো শুরু করার ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্ট। তবে শর্তসাপেক্ষে।
Advertisement