সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় পডকাস্টার ও ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia), কনটেন্ট ক্রিয়েটর অপূর্ব মাখিজা এবং 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর দুই প্রযোজক লিখিত ভাবে ক্ষমা চাইলেন জাতীয় মহিলা কমিশনের কাছে। বৃহস্পতিবার তাঁরা চারজন কমিশনের সামনে উপস্থিত হন। সেখানে তাঁরা নিজেদের মন্তব্যের জন্য ক্ষমা চান ও আক্ষেপ করেন। স্বীকার করে নেন তাঁরা যা বলেছেন তা একেবারেই অন্যায্য। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করার ক্ষেত্রে তাঁরা সাবধানী হবেন।
জাতীয় মহিলা কমিশনর চেয়ারপার্সন বিজয়া রাহাতকার এই বিষয়ে বলতে গিয়ে জানিয়েছেন, ''ওই শোয়ে যে অভব্য ভাষা ব্যবহার করা হয়েছে তা একেবারেই অনৈতিক। কমিশন এটা একেবারেই মেনে নেবে না, মানুষও মেনে নেবেন না। আমরা এর সামাজিক প্রভাবের দিকটি মাথায় রেখেই ওঁদের নোটিশ পাঠিয়েছি। এবং কমিশনের সামনে হাজিরা দেওয়ার সময় তাঁরা নিজেদের দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেছেন। সেই সঙ্গে কথা দিয়েছেন, এমনটা ভবিষ্যতে আর হবে না।''
তবে এদিনের ক্ষমাপ্রার্থনার পরও আইনি জটিলতা থেকে মুক্তি পাচ্ছেন না রণবীররা। কমিশনের সামনে হাজিরা দেওয়ার পর তাঁরা গুয়াহাটিতেও যান। সেখানে ক্রাইম ব্রাঞ্চের সামনে নিজেদের বিবৃতিও জমা দেন।
‘বাবা-মায়ের যৌনতা দেখবে?’ ইউটিউবার, পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) এহেন মন্তব্যে তোলপাড় দেশ। নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে, যেখান থেকে উত্থান রণবীরের। অসম থেকে মহারাষ্ট্র, দেশের একাধিক থানায় দায়ের হয়েছে এফআইআর। আর সেই অভিযোগের পাহাড় থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিয়ার বাইসেপস।
শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় বিয়ারবাইসেপসকে। বিচারপতি কান্ত বলেন, “রণবীরের মানসিকতা, চিন্তাভাবনা অত্য়ন্ত নোংরা। সেটারই প্রকাশ ঘটেছে তাঁর কথায়। নিজের বাবা-মায়েরও বিপুল সম্মানহানি করেছেন তিনি। জনপ্রিয় হলেই যা খুশি বলা যায় সমাজের তোয়াক্কা না করে-এমনটা মোটেই ভাবা যায় না। যে ভাষায় কথা বলা হয়েছে, তাতে গোটা সমাজ লজ্জিত।”
