shono
Advertisement
Ranveer Allahbadia

'পাকিস্তানিদের জন্য আমার হৃদয়ে ঘৃণা নেই', ফের বিতর্কে রণবীর

চাপের মুখে পোস্টও ডিলিট করেন রণবীর।
Published By: Sayani SenPosted: 03:43 PM May 11, 2025Updated: 03:44 PM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না রণবীর এলাহাবাদিয়ার। মা-বাবার যৌনতা নিয়ে অশ্লীল রসিকতায় তাঁর বিরুদ্ধে চটেছিল গোটা দেশ। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। আর এবার বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়ালেন ইউটিউবার। সোশাল মিডিয়ায় আরও একবার কটাক্ষের শিকার তিনি। চাপের মুখে পোস্টও ডিলিট করেন রণবীর।

Advertisement

শনিবার সোশাল মিডিয়ায় লেখেন, "পাকিস্তানিদের প্রতি কোনও ঘৃণা নেই। ভারতীয়রা ঘৃণা ছড়াচ্ছে যদি প্রতিবেশী দেশের কেউ ভাবেন, তবে তাঁর প্রতি আমি ক্ষমাপ্রার্থী। আমাদের অনেকেই শান্তি চান। আমরা যখন পাকিস্তানের সঙ্গে দেখা করেছি ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। আপনাদের দেশে সরকারের অধীন নয়। সেনার অধীন। আর আইএসআইয়ের অধীন। তবে বেশিরভাগ পাকিস্তানি এই দুই শাখার বাইরে। বেশিরভাগ পাকিস্তানি শাস্তি ও সম্প্রীতির পক্ষে। ওই দুই খলনায়ক স্বাধীনতা থেকে আপনাদের অর্থনীতিতে আঘাত হানছে।"

তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনটি প্রমাণ দেন রণবীর। তিনি লেখেন, "প্রথম প্রমাণ: গত কয়েক বছরে যে জঙ্গিরা পাকড়াও হয়েছে তারা সকলেই পাকিস্তানের। দ্বিতীয় প্রমাণ: জইশ-ই-মহম্মদের ভাই হাফিজ আব্দুর রউফের শেষকৃত্যে যোগ দেন সেনারা। তৃতীয় প্রমাণ: রাজ্যের অনুদানপ্রাপ্ত জঙ্গির কথা আপনাদের প্রতিরক্ষা মন্ত্রী স্বীকার করে নিয়েছেন। তবে আমি আপনাদের নিয়ে ভাবি, ওদের নিয়ে নয়। মনে হচ্ছে আমরা ঘৃণা ছড়াচ্ছি। তাই সত্য়ি দুঃখিত। যে ভারতীয়রা পাকিস্তানের সঙ্গে দেখা করেছেন তাঁরা নিশ্চয়ই বুঝতে পারবেন। তবে ভারত এবং পাকিস্তানের বহু সংবাদমাধ্যম সম্প্রতি ভুল তথ্য় প্রচার করছে। সীমান্তে বসবাসকারী প্রত্যেকের জন্য আমি শান্তি প্রার্থনা করি। ভারত শুধুমাত্র সন্ত্রাসমুক্ত পাকিস্তান গড়ে তুলতে চায়।" দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে রণবীর এলাহাবাদিয়ার পোস্ট। রেগে আগুন অধিকাংশ নেটিজেন। পাকিস্তান স্তুতির জন্য রণবীরকে সোশাল মিডিয়ায় বয়কটের ডাক দেন অনেকে। অবশেষে নেটদুনিয়ায় রোষের জেরে পোস্টটি ডিলিট করেন ইউটিউবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বিতর্কে রণবীর এলাহাবাদিয়া।
  • "পাকিস্তানিদের জন্য আমার হৃদয়ে ঘৃণা নেই", সোশাল মিডিয়ায় পোস্ট ইউটিউবারের।
  • চাপের মুখে পোস্টও ডিলিট করেন রণবীর।
Advertisement