shono
Advertisement
Rapper Raftaar

কলকাতার মেয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন র‍্যাপার রফতার, পাত্রীর পরিচয় জানেন?

দক্ষিণী প্রথায় শুক্রবার চার হাত এক হল দুজনের।
Published By: Sandipta BhanjaPosted: 05:23 PM Jan 31, 2025Updated: 05:23 PM Jan 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিক্ত অতীত ভুলে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন র‍্যাপার রফতার। শুক্রবার, ৩১ জানুয়ারি মনের মানুষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন শিল্পী। আর দ্বিতীয়বার যাঁর সঙ্গে বিয়ে করলেন, সেই পাত্রীর সঙ্গে কলকাতার যোগসূত্র রয়েছে।

Advertisement

বর্তমান প্রজন্মের কাছে র‍্যাপার রফতার বেশ জনপ্রিয়। ২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা কোমল বোহরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন। তবে সেই বিয়ে সুখকর হয়নি। অচিরেই বিচ্ছেদ ঘটে তাঁদের। সেই ঘটনার পাঁচ বছর বাদে এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন র‍্যাপার রফতার। দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়লেন শিল্পী। পাত্রী কলকাতার। নাম মনরাজ জাওয়ান্ডা। জানা গিয়েছে, পেশায় তিনি ফ্যাশন স্টাইলিস্ট এবং ফিটনেস এনথুসিয়াস্ট। একেবারে সনাতনী দক্ষিণী প্রথায় শুক্রবার চার হাত এক হয় দুজনের। দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনের উপস্থিতিতেই অগ্নিসাক্ষী রেখে মনরাজের সঙ্গে সাতপাক ঘোরেন রফতার। সেই আনন্দঘন মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুভেচ্ছার জোয়ার।

ব়্যাপার শিল্পীর বিয়ের সাজপোশাকেও বজায় ছিল দাক্ষিণাত্যের ছোঁয়া। রফতার পরেছিলেন ঐতিহ্যবাহী দক্ষিণী পোশাক। আর মনরাজকে দেখা গেল সোনালি পাড় সাদা শাড়িতে। মানানসই টেম্পল জুয়েলারি, খোঁপায় সাদা ফুলের গজরাতে কনে সাজে দিব্যি লাগছে মনরাজকে দেখতে। জানা গিয়েছে, মুম্বইয়ে ফ্যাশন স্টাইলিং শেখেন মনরাজ। কাজের সূত্রেই রফতারের সঙ্গে আলাপ, বন্ধুত্ব এবং প্রেম। যে প্রেম এবার ছাদনাতলায় পরিণতি পেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিক্ত অতীত ভুলে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন র‍্যাপার রফতার।
  • শুক্রবার, ৩১ জানুয়ারি মনের মানুষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন শিল্পী।
  • আর দ্বিতীয়বার যাঁর সঙ্গে বিয়ে করলেন, সেই পাত্রীর সঙ্গে কলকাতার যোগসূত্র রয়েছে।
Advertisement