সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের বাড়িতেই খুন হলিউডের নামী চিত্র পরিচালক রব রেইনার (Rob Reiner) ও স্ত্রী মিশেল। রবিবার গভীর রাতে লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডের বাড়ি থেকে এমারজেন্সি ফোন পেয়ে ছুটে যায় পুলিশ। দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে বছর আটাত্তরের রব এবং ৬৮ বছরের মিশেল। তাঁদের শরীরে আঘাত ছিল। পুলিশের অনুমান, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে দু'জনকে খুন করা হয়েছে। কে বা কারা এই কাজ করল, তার তদন্ত শুরু করেছে লস অ্যাঞ্জেলেসের পুলিশ। তবে অনেকেই এই হত্যাকাণ্ডের নেপথ্যে রেইনার দম্পতির মাদকাসক্ত ছেলের নিকের যোগ রয়েছে বলে মনে করছেন। যদিও পুলিশ এ বিষয়ে এখনও মুখ খোলেনি।
'হোয়েন হ্যারি মেট স্যালি', 'প্রিন্সেস ব্রাইড', 'স্লিপলেস ইন সিয়াটেল', 'দ্য স্টোরি অফ আস'-এর মতো সিনেমা ও বহু তথ্যচিত্র পরিচালক আমেরিকার রব রেইনারের খ্যাতি আরও অনেক দূর। তিনি আমেরিকায় সমকাম প্রেম, বিবাহ নিয়ে দীর্ঘ লড়াই করেছেন। একটি সংস্থাও রয়েছে তাঁর। রব ও মিশেলের চার সন্তানের মধ্যে একজনের নাম নিক। মা-বাবার এমন নৃশংস খুনের নেপথ্যে তাঁকেই দায়ী করছে ঘনিষ্ঠদের একাংশ। মাদকাসক্ত নিকের সঙ্গে হত্যাকাণ্ডের যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরাও। খোঁজা হচ্ছে নিককে।
রব রেইনারের আকস্মিক মৃত্যুতে হলিউড তো বটেই, শোকাহত মার্কিন রাজনৈতিক মহলের একটা বড় অংশ। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সকলে শোকপ্রকাশ করেছেন। কমলা হ্যারিস 'প্রিয় বন্ধুকে হারালাম' বলে মন্তব্য করেন। রেইনার দম্পতির হত্যাকারীদের খুঁজছে পুলিশ।
