সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি সোশাল মিডিয়ায় পরিবারের সকল সদস্যদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে আবেগঘন মুহূর্ত ভাগ করে নিয়েছেন নিজের দর্শক-অনুরাগীদের সঙ্গে। এবং সেই ছবি পোস্ট করে পরিবারের সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন সলমন তাঁর পরিবারের প্রতিটি সদস্য এবং এবং বন্ধুদের। তাঁর পোশাকের ব্র্যান্ড 'বিইং হিউম্যান'র পাশে থাকার জন্য। দীর্ঘ পথচলায় তাঁকে সাহস জোগানোর জন্য।
সলমনের পোষ্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে আরবাজ খান ও সোহেল খানের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা ও সীমা সাজেদহকে। এই পোস্টে তাঁর পোশাকের ব্র্যান্ড 'বিইং হিউম্যান'র বারো বছর পূর্তি উপলক্ষ্যে এই পোস্ট করে ক্যাপশনে ভাইজান লিখেছেন, '১২ বছর আগে, বিইং হিউম্যান ব্র্যান্ড কোনও চিন্তাভাবনা, পরিকল্পনা ছাড়াই যাত্রা শুরু করেছিল। উদ্দেশ্য ছিল যাতে এই ভালো কিছু করার। ক্রমেই এই পরিবার বড় হয়েছে। এই জার্নিতে আমার পাশে থাকার জন্যও সকলকে ধন্যবাদ।'
ভাইজানের পোস্ট করা ওই 'থ্যাঙ্কসগিভিং' পোস্টে দেখা যাচ্ছে সেলিম খান, হেলেন, সালমা খান, আরবাজ খান, সোহেল খান, মালাইকা অরোরা, সীমা সাজেদহ, অর্পিতা খান-সহ অনেককে। এর মধ্যে সীমা ও মালাইকার সঙ্গে সলমনের দুই ভাই ভাইয়ের বিবাহবিচ্ছেদ হয় ২০১৬ ও ২০২২ সালে। কিন্তু তা সত্ত্বেও তাঁদের সঙ্গে তোলা পারিবারিক ছবিটি সোশাল মিডিয়ায় ভাগ করে তাঁদেরও একপ্রকার ধন্যবাদ জানিয়েছেন ভাইজান। ছবিতে সকলকে দেখা যাচ্ছে সলমনের ব্র্যান্ডের 'বিইং হিউম্যান' লেখা পোশাক পরে।
