shono
Advertisement

Breaking News

Salman Khan

বিরাট পারিশ্রমিক থেকে বিলাসবহুল ফার্মহাউস, কত হাজার কোটি সম্পত্তির মালিক সলমন?

১৯৮৮ সালে নিজের বলিউডে যাত্রা শুরু করেন ভাইজান।
Published By: Arani BhattacharyaPosted: 09:17 PM Dec 28, 2025Updated: 09:17 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি চির কুমার। বলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' সলমন খান। বলিউডের খান সাম্রাজ্যের অন্যতম শরিক তিনি। তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য ব্লকবাস্টার ছবি, বিগ বসের মতো হিট শো, এবং একইসঙ্গে 'বিইং হিউম্যান'র মতো ব্র্যান্ড। সদ্য ৬০ -এ পা দেওয়া সলমন খান শুধু একজন সফল তরকা নন, ভারতের অন্যতম ধনী ব্যক্তিও বটে। সদ্য জন্মদিন পেরিয়ে আসা সলমনের ছবি পিছু পারিশ্রমিক থেকে তাঁর সম্পত্তির পরিমাণ কত জানেন?

Advertisement

১৯৮৮ সালে নিজের বলিউডে যাত্রা শুরু করেন ভাইজান। 'বিবি হো তো অ্যায়সি' ছবির হাত ধরে বলিউডে জার্নি শুরু হয় তাঁর। তবে প্রথম বড় সাফল্য আসে তার পরের বছর 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবিতে। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। 'হাম আপকে হ্যায় কৌন', 'আন্দাজ আপনা আপনা', 'করণ-অর্জুন', 'দাবাং', 'সুলতান' থেকে 'টাইগার জিন্দা হ্যায়' বলিউডে প্রায় তিন দশকের জার্নি তাঁর। এই মুহূর্তে নাকি ছবি প্রতি পারিশ্রমিক হিসেবে ১০০ থেকে ১৫০ কোটি টাকা নেন সলমন। তাছাড়া বিগত পনেরো বছর ধরে 'বিগ বস'র সঞ্চালনা করেও তিনি মোটা পারিশ্রমিক পান তিনি।

এহেন ভাইজানের সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। সবমিলিয়ে মোট ২৯০০ কোটির সম্পত্তি মালিক সলমন। সেই ২৯০০ কোটির সম্পত্তির তালিকায় কী কী রয়েছে জানেন? এই তালিকায় প্রথমেই রয়েছে বান্দ্রায় সলমনের চোখ ধাঁধানো সমুদ্রমুখী গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। তিনি ৮০ কোটি মূল্যের পানভেলের ফার্মহাউস। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য এটিই সলমনের পছন্দের জায়গা। এছাড়াও রয়েছে তাঁর ওরলির কার্টার রোডের বাড়ি এবং দুবাইয়ে একটি আবাসন। সলমনের গাড়ি 'বিলাস' নিয়েও অবশ্যই বলতে হয়। ভাইজানের গাড়ির সংগ্রহে রয়েছে একাধিক দামি গাড়ি। রয়েছে রেঞ্জ রোভার থেকে টয়োটা, ল্যান্ড ক্রুজার, অডি, বিএমডব্লু থেকে মার্সিডিজের মতো গাড়ি। এমনকী সলমন তাঁর ৫০ তম জন্মদিনে নিজেকে উপহার হিসেবে দিয়েছিলেন একটি ইয়ট। যার মূল্য তিন কোটি টাকা। এছাড়াও রয়েছে 'বিইং হিউম্যান'র মতো তাঁর ফ্যাশন সংস্থা। সেখান থেকেও কম আয় করেন না সলমন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'বিবি হো তো অ্যায়সি' ছবির হাত ধরে বলিউডে জার্নি শুরু হয় তাঁর।
  • তবে প্রথম বড় সাফল্য আসে তার পরের বছর 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবিতে। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি।
  • এই মুহূর্তে নাকি ছবি প্রতি পারিশ্রমিক হিসেবে ১০০ থেকে ১৫০ কোটি টাকা নেন সলমন।
Advertisement