সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সকাল থেকেই 'পীঠস্থান' গ্যালাক্সির বাইরে ভিড় জমিয়েছেন সলমন খান অনুরাগীরা। ইদের দিন যেন একঝলক 'ঈশ্বরদর্শন' হয়, সিংহদুয়ারে জনজোয়ার। দিনভর কাটফাটা রোদে দাঁড়িয়ে থাকার পর নিরাশ হতে হল না! সাদা পাঠান স্যুটে বেরিয়ে এলেন বলিউডের 'সুলতান'। নিয়মমাফিক গ্যালাক্সির বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে। নিচে দাঁড়ানো অনুরাগীমহলে তখন গগনভেদী চিৎকার 'সিকন্দর'কে নিয়ে। ওদিকে জনসমুদ্র সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মুম্বই পুলিশকে।

এলেন, হাত নাড়লেন, চুমু ছুঁড়লেন... ব্যস এটুকুই! তাতেই উচ্ছ্বসিত জনতার চিৎকার বেড়ে আরও দ্বিগুণ হল। সলমনের সঙ্গে দেখা গেল, বোন অর্পিতার দুই সন্তান আয়াত এবং আহিলকে। তবে চলতি বছর সলমনের ইদের দর্শনে খানিক ট্যুইস্ট রয়েছে। এবার আর গ্যালাক্সির খালি বারান্দায় নয়, বরং বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকেই ভক্তদের দেখা দিলেন ভাইজান। শুধু তাই নয়, সকলকে ইদের শুভেচ্ছাও জানালেন। মাসখানেক আগেই বিষ্ণোই গ্যাংয়ের বাড়বাড়ন্তের জন্য সলমনের গোটা বাংলো মুড়ে দেওয়া হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে। গোটা বারান্দা মোড়া বুলেটপ্রুফ কাঁচ দিয়ে। এমনকী দুবাই থেকে ২ কোটি টাকা খরচ করে বুলেট প্রুফ গাড়িও আনিয়েছেন ভাইজান। Y প্লাস ক্যাটাগরির পাশাপাশি সলমন খানের নিরাপত্তা বর্তমানে আরও জোরদার হয়েছে।
একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। ২০২৪ সাল থেকে সেই উপদ্রব আরও বেড়েছে বই কমেনি! মাসখানেক আগে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো। বিদেশে সলমনের বন্ধু-গায়কের বাড়িতে হামলা, তার পর গতবছর অক্টোবর মাসে সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন! একের পর এক ঘটনা ঘটিয়ে ভাইজানকে প্রাণনাশের হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। সেই কারণেই গতবছর ইদের পার্টির আয়োজন হয়েছিল বোন অর্পিতা শর্মার বাড়িতে। তবে এবার চিরাচরিত প্রথামাফিক স্বমহিমায় গ্যালাক্সির বারান্দায় ধরা দিলেন সলমন খান। পরনে দুধসাদা কুর্তা-পাজামা। যা দেখে ভক্তরা বলছে, 'দেখো চাঁদ আ গয়্যা...।'