shono
Advertisement

Breaking News

Salman Khan

জন্মদিনে নিজে হাতে পানীয় পরিবেশন সলমনের, চড়লেন নাগরদোলা, দিলেন বিশেষ বার্তাও?

'ব্লকবাস্টার ৬০' সলমনের, অনুরাগীদের কৃতজ্ঞতা জানিয়ে কী বললেন ভাইজান?
Published By: Sandipta BhanjaPosted: 04:30 PM Dec 29, 2025Updated: 04:44 PM Dec 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ ডিসেম্বর, শনিবার ষাটে পা রেখেছেন সলমন খান। তবে বয়সের নীরিখে 'সিনিয়র সিটিজেন' কোঠায় নাম লেখালেও মনেপ্রাণে 'চিরকুমার' ভক্তদের ভাইজান। চলতিবারে মায়ানগরীর গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, বান্দ্রায় সুনামি প্রমাণ ভক্তদের ভিড়, সবকিছুর মায়া কাটিয়ে পানভেলে ফুরফুরে মেজাজে জন্মদিন পালন করেছেন ঘনিষ্ঠবৃত্তে। মেরেকেটে অতিথি তালিকায় ছিলেন মোটে দেড়শো জন। তবে অতিথি আপ্যায়ণের কোনও খামতি রাখেননি সুপারস্টার। জানা গেল, এদিন পার্টিতে আগত অতিথিদের নিজে হাতে পানীয় পরিবেশন করেছেন ভাইজান। পাশেই দাঁড়িয়ে ছিলেন দক্ষিণী সুপারস্টার রামচরণ। আর সেই মুহূর্তই বর্তমানে ছড়িয়ে পড়েছে নেটভুবনে।

Advertisement

প্রথমটায় শোনা গিয়েছিল, কড়া নিরাপত্তায় মুড়ে রুদ্ধদ্বার সেলিব্রেশনে ষাটে পা রাখবেন ভাইজান। কিন্তু কোথায় কী? শুক্রবার মধ্যরাতে পানভেল ফার্মহাউসে প্রাণনাশের আশঙ্কাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্লকবাস্টার জন্মদিন কাটালেন বলিউড সুপারস্টার। আর সেই 'জুম্মে কি রাতের' সাক্ষী থাকলেন সঞ্জয় দত্ত, ববি দেওল, রামচরণ, করিশ্মা কাপুর, এপি ধিলোঁ, ধোনি-সহ একঝাঁক তারকা। সেখানেই অনুষ্ঠানের মাঝে বার কাউন্টারে দাঁড়িয়ে অতিথিদের পানীয় পরিবেশন করতে দেখা গেল সলমনকে। তবে বড়দের পাশাপাশি ছোটদের মনোরঞ্জনেরও আয়োজন করেছিলেন ভাইজান। ফার্মহাউসের একটা জায়গাজুড়ে ছিল বাচ্চাদের খেলার জায়গা। নাগরদোলা। ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ভাগনে আয়াত শর্মার সঙ্গে নাগরদোলা রাইড উপভোগ করতে দেখা যায় 'মামা' সলমন খানকে। অনুষ্ঠান থেকে ফাঁস হওয়া ওই ভিডিও ইতিমধ্যেই মন কেড়েছে ভক্তদের। ভাইজানের শিশুসুলভ হাসি দেখে সিনেমার সংলাপ ধার করে তাঁদের মন্তব্য, 'দিল তো বাচ্চা হ্যায় জি!'

পরনে কালো টি শার্ট। ডেনিম জিন্স। জন্মদিনেও সাদামাটা সাজপোশাকে সলমন। আসলে মেজাজটাই তো 'সুলতান'। আর এই 'ব্লকবাস্টার ৬০'-এর জন্মদিনে সলমন নাকি ১১০ মিলিয়ন শুভেচ্ছাবার্তার জোরে রেকর্ড গড়ে ফেলেছেন! পালটা অবশ্য কৃতজ্ঞতাও জানিয়েছেন ভক্তদের ভাইজান। জন্মদিনের আটচল্লিশ ঘণ্টা কাটতে না কাটতেই সলমনের তরফে এল সেই বিশেষ বার্তা। যেখানে তিনি লিখেছেন, "আপনাদের সকলের ভালোবাসা এবং শুভকামনার জন্য ধন্যবাদ। এটা আমার কাছে পরমপ্রাপ্তি। ঈশ্বর আপনাদের সকলকে সুস্থ রাখুন এবং সুখসমৃদ্ধিতে ভরিয়ে দিন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই 'ব্লকবাস্টার ৬০'-এর জন্মদিনে সলমন নাকি ১১০ মিলিয়ন শুভেচ্ছাবার্তার জোরে রেকর্ড গড়ে ফেলেছেন!
  • পালটা অবশ্য কৃতজ্ঞতাও জানিয়েছেন ভক্তদের ভাইজান।
  • ভাগনে আয়াত শর্মার সঙ্গে নাগরদোলা রাইড উপভোগ করতে দেখা যায় 'মামা' সলমন খানকে।
Advertisement