shono
Advertisement

Breaking News

Thalapathy Vijay

৩৩ বছরের ফিল্মি কেরিয়ারে 'বাণপ্রস্থ' ঘোষণা থলপতি বিজয়ের, 'পাখির চোখ' তামিলনাডু় নির্বাচনে

চোখে জল নিয়ে সিনেমাকে 'আলবিদা' জানালেন থলপতি বিজয়।
Published By: Sandipta BhanjaPosted: 05:21 PM Dec 29, 2025Updated: 06:23 PM Dec 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশ সালে 'তামিলাগা ভেত্রি কাঝাগম' দলের ঘোষণা করেই থলপতি বিজয় জানিয়ে দিয়েছিলেন যে, খুব শিগগিরি সিনেদুনিয়াকে বিদায় জানিয়ে আদ্যোপান্ত রাজনৈতিক কেরিয়ারে মন দেবেন। প্রতিশ্রুতিমাফিক বিগত দেড় বছরে রাজনীতির ময়দানে বেশ সক্রিয়ই দেখা গিয়েছে দক্ষিণী তারকাকে। এবার মালয়েশিয়ায় নিজের আসন্ন সিনেমা 'জন নয়াগন'-এর গানের প্রচারানুষ্ঠান থেকে ৩৩ বছরের ফিল্মি কেরিয়ারকে 'আলবিদা' জানালেন থলপতি বিজয়।

Advertisement

তামিল সিনেইন্ডাস্ট্রিতে দীর্ঘ ৩ দশক রাজত্ব করেছেন বিজয়। নিজস্ব অভিনয়গুণেই দর্শক-অনুরাগীদের মনের 'থলপতি' হয়ে উঠেছিলেন তিনি। আমজনতার নাড়িস্পন্দন বুঝে সিনেপর্দায় সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠতে একাধিকবার দেখা গিয়েছে তাঁকে। এবার 'জননায়ক' হয়ে উঠতে সেই অভিনয় জীবনে ইতি টানার ঘোষণা করলেন থলপতি বিজয়। এদিন অনুষ্ঠানে হাজার হাজার অনুরাগীদের সামনে দাঁড়িয়ে চোখে জল নিয়ে নিজের অভিনয় সফরের কাহিনি তুলে ধরেন তিনি। দক্ষিণী তারকা জানান, অভিনয়জীবন থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ নেননি তিনি, বরং সুদূরপ্রসারী চিন্তাভাবনা করেই অভিনয়কে আলবিদা জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিজয় বলেন, "মানুষ আমাকে দেখতে সিনেমা হলে আসেন। তাই আগামীতে যেন তাঁদের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছি এখন।"

জীবনের শেষ সিনেমার প্রচারে থলপতি বিজয়! (ছবি- ইনস্টাগ্রাম)

অনুষ্ঠানের মঞ্চ থেকে থলপতি বিজয় বলেন, "আমি যখন সিনেমায় পা রেখেছিলাম আমার স্বপ্নটা খুব ছোট ছিল। কিন্তু আপনারাই আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই এবার জনসেবার জন্যেই নিজেকে উৎসর্গ করতে চাই।" কথাগুলো বলার সময়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দক্ষিণী তারকা রাজনীতিক। অনুরাগীরাও তামিল সুপারস্টারের বিদায়ে চোখে জল ধরে রাখতে পারেননি। তাঁদের কথায়, এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। উল্লেখ্য, চলতি বছরেই মাদুরাইয়ের সভা থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দেন দক্ষিণী সুপারস্টার বিজয়। জানান, "আমি মাদুরাই পূর্ব, মাদুরাই দক্ষিণ, উসিলামপট্টি, মেল্লুর; পুরো মাদুরাইতে দাঁড়াব। আমি ২৩৪টি আসনেই লড়ব।" অতঃপর থলপতি বিজয়ের ‘পাখির চোখ’ যে বর্তমানে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনই, তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মালয়েশিয়ায় নিজের আসন্ন সিনেমা 'জন নয়াগন'-এর প্রচারানুষ্ঠানে ৩৩ বছরের ফিল্মি কেরিয়ারকে 'আলবিদা' জানালেন থলপতি বিজয়।
  • তামিল সিনেইন্ডাস্ট্রিতে দীর্ঘ ৩ দশক রাজত্ব করেছেন বিজয়।
Advertisement