shono
Advertisement
Salman Khan

'উইমেন ইন ব্লু'র বিশ্বজয়ের পরই 'শার্টলেস' সলমন! কেন বেধড়ক ট্রোলড হতে হল ভাইজানকে?

'টাইগার অভি ভি জিন্দা হ্যায়', পালটা গর্জন ভাইজান ভক্তদেরও!
Published By: Sandipta BhanjaPosted: 10:45 AM Nov 04, 2025Updated: 10:45 AM Nov 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক ধরে 'ব্যাটল অফ গালওয়ান'-এর কাজে ডুবে রয়েছেন সলমন খান। কর্নেল বিকুমল্লা সন্তোষের ভূমিকায় অভিনয়ের জন্য বহু কসরত করে ভেঙেচুরে নিজের শরীর গড়েছেন। প্রেশার চেম্বারে ঘাম ঝরানোর পাশাপাশি রোজকার ডায়েটেও বদল আনতে হয়েছে। কারণ চলতি বছরের প্রথমার্ধে 'স্থূলকায়' শারীরিক গড়ন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বলিউড সুপারস্টারকে। এবার সম্ভবত সেসব নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিতেই 'শার্টলেস' অবতারে ধরা দেন সলমন খান। সঙ্গে ক্যাপশনে কড়া বার্তা! কিন্তু ভক্তরা শোরগোল ফেললেও নেটভুবনে বেধড়ক ট্রোলডও হতে হচ্ছে ভাইজানকে। কেন?

Advertisement

আসলে 'উইমেন ইন ব্লু'র বিশ্বজয়ের আবহে যেখানে আমজনতা থেকে সেলেবমহল সকলেই উচ্ছ্বসিত। শুভেচ্ছাবার্তায় প্লাবিত নেটদুনিয়াও, সেখানে বলিপাড়ার খান সাম্রাজ্যের তরফে 'টু' শব্দটিও করা হয়নি! শাহরুখ-সলমন কারও তরফেই সোশাল মিডিয়ায় হরমনপ্রীত, জেমাইমাদের জন্য শুভেচ্ছা আসেনি। এবার সলমন খানের শার্টলেস অবতার দেখে একাংশ সেপ্রসঙ্গ টেনেই তুলোধোনা করেছেন। কারও মন্তব্য, 'মহিলা ক্রিকেট বাহিনীর জয়ে একটা শব্দও খরচ করলেন না!' কেউ বা বললেন, 'আপনাদের মতো তাবড় ব্যক্তিত্বের কাছে এটা আশানুরূপ নয়।' কারও আক্ষেপ, 'সিনেমার জন্য নিজের শারীরিক গড়ন দেখাতে পারছেন যখন তখন মেয়েগুলোর জন্য অন্তত একটা শব্দ লিখতে পারতেন।' এহেন একাধিক মন্তব্যের ভিড় নেটভুবনে। তবে ক্যাপশনের জন্যেও কম গেরোয় পড়তে হল না ভাইজানকে!

শার্টলেস অবতারে ধরা দিয়ে সলমন লিখেছেন, 'কিছু অর্জন করার জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হয়। তবে এটা অবশ্য কিছু না ছেড়েই...!' আর তাতেই প্রায় সালিশি সভা বসানোর জোগানোর নিন্দুকদের! কারও নিদান, 'নিজের ইগোটা কেন ছাড়লেন না তাহলে ঐশ্বর্য কিংবা ক্যাটরিনার সঙ্গে প্রেম টেকানোর জন্যে?' আবার একাংশ কটাক্ষ, 'আপনি একটা কাজ করুন, সিনেমা করা ছেড়ে দিন।' কারও বা প্রশ্ন, 'ঐশ্বর্যকে কেন ছেড়ে দিলেন আপনি?' এহেন নানা মন্তব্যের ভিড় নেটদুনিয়ায়। পালটা নিন্দুকদের পাঠ দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না ভাইজান ভক্তরাও। তাঁদের দাবি, 'টাইগার অভি ভি জিন্দা হ্যায়... আর সব প্রশ্নের জবাব দেবেন ব্যাটল অফ গালওয়ান-এ।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'শার্টলেস' অবতারে ধরা দেন সলমন খান। সঙ্গে ক্যাপশনে কড়া বার্তা!
  • কিন্তু ভক্তরা শোরগোল ফেললেও নেটভুবনে বেধড়ক ট্রোলডও হতে হচ্ছে ভাইজানকে।
  • কারও মন্তব্য, 'মহিলা ক্রিকেট বাহিনীর জয়ে একটা শব্দও খরচ করলেন না!'
Advertisement