shono
Advertisement
Sanjay Dutt

ভূতুড়ে জগতে পাড়ি দিলেন সঞ্জয় দত্ত! 'দ্য ভূতনি'র ট্রেলারে কী চমক অভিনেতার?

'ভূতনী' রূপে পর্দায় হাজির মৌনী রায়।
Published By: Manasi NathPosted: 09:43 PM Mar 29, 2025Updated: 09:43 PM Mar 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটপাড়ায় হইহই কাণ্ড! প্রকাশ্যে এল সঞ্জয় দত্তর বহু প্রতীক্ষিত ছবি 'দ্য ভূতনী'র ট্রেলার। দর্শকরা যেমনটা ভেবেছিলেন ঠিক তেমনই হল। অ্যাকশন,কমেডি আর ভৌতিক কাণ্ডকারখানায় ভরপুর ছবির ট্রেলার।

Advertisement

শনিবার ডিজিটাল প্ল্যাটফর্মে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ২ মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেলারে ভয়মিশ্রিত কমেডির ছোঁয়া রয়েছে। দেখা যাচ্ছে, অভিনেতা সানি সিংয়ের প্রেমের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় 'মহব্বত' নামের এক অতৃপ্ত আত্মা। তাঁকে জব্দ করতে হাজির হয় ভূত শিকারি ওঝারূপী সঞ্জয় দত্ত। তাঁর সাহায্যে কলেজের কিছু পড়ুয়া ভূতের উপদ্রব থেকে মুক্তি পেতে চায়। সঞ্জয় ত্রাতা হয়ে তাদের ভূত তাড়ানোর উপায় বাতলে দেন। গোটা ট্রেলারকে মজাদার রোলার কোস্টার বলা চলে। ট্রেলার দেখে দর্শক যে ছবির প্রতি আকৃষ্ট হবে তা সহজেই অনুমেয়।

এই ছবিতে প্রথমবার সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করেছেন অভিনেতা সানি সিং। নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানিয়েছেন, "আমি বরাবর হরর কমেডি ছবিতে অভিনয় করতে চেয়েছে। এবার সেই ইচ্ছাপূরণ হয়েছে। তাছাড়া এই ছবিতে সঞ্জয় দত্তের মতো অভিনেতার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। হরর কমেডি মানেই ভিন্ন ঘরানার ছবি। কিন্তু তা সত্ত্বেও বলব আমাদের ছবিটা একবারেই আলাদা ধরনের। আমার মনে হয় দর্শকরা ছবিটা ভালোই উপভোগ করবেন।"

উল্লেখ্য, সঞ্জয় দত্ত ও দীপক মুকুট প্রযোজিত এই হরর কমেডিতে 'ভূতনী'র ভুমিকায় দেখা যাবে মৌনী রায়কে। ট্রেলারে তাঁর লুক দর্শকদের নজর কেড়েছে। সিদ্ধান্ত সচদেব পরিচালিত ছবিটির সহ-প্রযোজক সঞ্জয়পত্নী মান্যতা দত্ত এবং হুনার মুকুট। আগামী ১৮ এপ্রিল মুক্তি পাবে 'দ্য ভূতনী'। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রকাশ্যে এল সঞ্জয় দত্তর বহু প্রতীক্ষিত ছবি 'দ্য ভূতনী'র ট্রেলার।
  • ২মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেলারে ভয়মিশ্রিত কমেডির ছোঁয়া রয়েছে।
  • সঞ্জয় দত্ত ও দীপক মুকুট প্রযোজিত এই হরর কমেডিতে 'ভূতনী'র ভুমিকায় দেখা যাবে মৌনী রায়কে
Advertisement