সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা সেজে উঠেছে ক্রিসমাস মরশুমে। পার্কস্ট্রিটের রাস্তা ইতিমধ্য়েই লাল-নীল-সবুজ লাইটে উজ্জ্বল। আর উত্তরে হাওয়ায় তিলোত্তমার গায়ে এখন প্রেম প্রেম গন্ধ। ঠিক এই সময়ই আধো-আলো ছায়াতে, কাচের গ্লাসের রেড ওয়াইনে সৌরসেনীর মন দিল ডিব! সঙ্গী আর কেউ নয়, নুসরত জাহান প্রাক্তন ও ব্যবসায়ী নিখিল জৈন! ভাবছেন এসব কি গপ্পো? হ্যাঁ, ঠিকই পড়েছেন, যে প্রেম গুঞ্জন নিয়ে বেশ কয়েক মাস ধরে টলিপাড়ায় শোরগোল, সেই প্রেমই এবার শহুরে শীতে জমে ক্ষীর! আর সেই প্রেমের ক্ষীরে ভাগ বসাল একটি রাত, দুগ্লাস ওয়াইন, সিনেমা আর কম্বল!
ব্যাপারটা একটু খোলসা করা যাক। টলিউডের মিষ্টি অভিনেত্রী সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra) নাকি নিখিল জৈনের সঙ্গে প্রেম করছেন। এই গুঞ্জন বহুদিন ধরেই টলিউডে উড়ছে। দুজনে মিলে কখনও বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে কাশ্মীর, তো কখনও জয়পুর। এমনকী, গত বছর নভেম্বর মাসে ইডেনে বিশ্বকাপের ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্য়াচে একসঙ্গে দেখা গিয়েছিল নিখিল ও সৌরসেনীকে। এছাড়াও, নানা পার্টিতে একসঙ্গে হাজির থাকেন জুটি। তবে এই প্রেম নিয়ে কথা উঠলেই মুখে কুলুপ। বরং 'উই আর জাস্ট ফ্রেন্ড' বলতেই পছন্দ করেন নিখিল ও সৌরসেনী। সেই বিশেষ বন্ধুত্বের গুঞ্জনের আগুনেই এবার নতুন করে পড়ল পারদ।
সৌরসেনীর ইনস্টাগ্রাম স্টোরি।
সৌরসেনী সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, নিখিল ও সৌরসেনী একসঙ্গে সময় কাটাচ্ছেন। ছবিতে দেখা গিয়েছে, দুজনের হাতে দুটি ওয়াইনের গ্লাস, সামনে চলছে সিনেমা। এই ছবি দেখেই অনুরাগীরা বলছে, ডিসেম্বরের শহুরে শীতে প্রেম জমে ক্ষীর সৌরসেনী ও নিখিলের।
প্রসঙ্গত, নুসরত জাহানের সঙ্গে বিচ্ছেদের পরই নিখিলের পোশাক বিপণনী সংস্থার মুখ হিসেবে দেখা গিয়েছিল সৌরসেনীকে। বরাবরই নামী মডেল তিনি। উপরন্তু টলিউডের পাশাপাশি জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘তাজ’-এও কাজ করে ফেলেছেন। সেইসময়ও নিখিল নিজের সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।