সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক আগে লোকসভা নির্বাচনের দিনও সপরিবারে ভোট দিতে গিয়েছিলেন বাদশা। বুধবার মহারাষ্ট্রের বিধানসভা ভোটের দিনও সেই একই চিত্র ধরা পড়ল ফটোশিকারিদের ক্যামেরায়। বলিউডের বাকি সেলেবদের মতো সাতসকালে বা দুপুরে নয়, বরং ভোটগ্রহণের একেবারে অন্তিমলগ্নে সপরিবারে বুথে পৌঁছলেন শাহরুখ খান(Shah Rukh Khan)। সেখানেই ভিড়ের মাঝে মেয়ে সুহানা খানকে (Suhana Khan) একেবারে আগলে রাখলেন সুপারস্টার বাবা।
ষাটের দোরগোড়ায় পৌঁছেও কিং খান যেন 'জওয়ান'। বয়স যতই বাড়ছে, আরও বেশি গ্ল্যামারাস তিনি। এদিন বান্দ্রার বুখে শাহরুখকে দেখা গেল সাদা শার্ট, ডেনিম জিনসে। সঙ্গে নজর কাড়লেন স্ত্রী গৌরী খানও। ছেলে আরিয়ান খান এবং মেয়ে সুহানাও ছিলেন। কিং খানকে দেখে স্বাভাবিকভাবেই বান্দ্রার ওই বুথে ভিড় জমেছিল। বেরনোর সময়ে জনঅরণ্যের মাঝে মেয়ে সুহানাকে একেবারে আগলে রেখে গাড়ি অবধি পৌঁছে দিলেন বাদশা। সেই যত্নশীল মুহূর্ত পাপারাজ্জিদের লেন্সবন্দি হয়ে বর্তমানে ভাইরাল।
একমাত্র কন্যা, সুহানা খান বরাবরই শাহরুখের নয়নমণি। খেলার মাঠ হোক বা বলিপাড়ার যে কোনও অনুষ্ঠান, সুহানা বাবার রাজকন্যে হিসেবেই বরাবর নজর কেড়েছেন তিনি। বুধবার মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের দিনও তার অন্যথা হল না। এদিকে শাহরুখ-সলমন এদিন ভোটউৎসবে অংশ নিলেও দেখা গেল না আরেক খান আমিরকে। ছেলে জুনেইদ ভোট দিতে এসেছিলেন। কিন্তু পোলিং বুথে ফটোশিকারিদের ফ্রেমে ধরা দেননি মিস্টার পারফেকশনিস্ট। প্রসঙ্গত, বুধবার অক্ষয় কুমার, শাহরুখ-সলমন, রণবীর কাপুর, কার্তিক আরিয়ান, শ্রদ্ধা কাপুর, কিয়ারা আডবানি-সহ বলিউডের প্রায় সিংহভাগ তারকাই গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।