shono
Advertisement

Breaking News

Shah Rukh Khan

কাজল-টুইঙ্কলের শোয়ে অতিথি হতে নারাজ শাহরুখ! বিতর্কের মাঝে কী নিয়ে আপত্তি তুললেন বাদশা?

Kajol-Twinkle’s Talk Show: আমির-সলমন এলেও কাজল-টুইঙ্কলের টক শোয়ে কেন গরহাজির কিং খান? নিজেই ফাঁস করলেন কারণ।
Published By: Sandipta BhanjaPosted: 03:51 PM Dec 06, 2025Updated: 04:31 PM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা দিন থেকেই চর্চার শিরোনামে কাজল-টুইঙ্কলের টক শো। কফি কাউচে বসে প্রশ্নবাণে সেলেবদের হাড়ির খবর বের করতে দুই নায়িকার জুড়ি মেলা ভার! তাঁদের হাত থেকে ছাড় পাননি দুই সুপারস্টার খান আমির-সলমনও। টক শো শুরুর দিনেই বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তাঁরা। কিন্তু খান সাম্রাজ্যের বাদশাকে কেন এযাবৎকাল দেখা গেল না কাজল-টুইঙ্কলের টক শোয়ে? এই প্রশ্ন বারবার ঘুরে-ফিরে এসেছে। এবার নিজেই নেপথ্যের কারণ ফাঁস করলেন শাহরুখ খান।

Advertisement

'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল' টক শোয়ের প্রতিটি পর্বে কোনও না কোনও বেফাঁস মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন দুই সঞ্চালিকা। কখনও 'ফারহা খানের অস্তিত্ব' নিয়ে প্রশ্ন ছুড়ে দর্শকমহলের বিরাগভাজন হয়েছেন, তো কখনও বা আবার 'দাম্পত্যের মেয়াদ থাকা' কিংবা 'স্বামীদের পরকীয়া'য় সমর্থন করে বিতর্কে জড়িয়েছেন কাজল-টুইঙ্কল। এহেন বিতর্কের জেরেই কি টক শোয়ের প্রস্তাব এড়িয়ে গিয়েছেন শাহরুখ? কৌতূহল অস্বাভাবিক নয়। কিন্তু বাদশা দিলেন অন্য যুক্তি। শাহরুখ জানালেন, "ওদের টক শোয়ে যেতে না পারায় আমার সত্যিই খুব খারাপ লেগেছে। আসলে আমি নতুন সিনেমার (কিং) শুটিংয়ে ব্যস্ত। তাছাড়া মাঝখানে হাতে চোটও পেয়েছিলাম। তাই সময় বের করতে পারিনি।" তবে এখানেই শেষ নয়! শোয়ের একটি বিষয় নিয়ে আপত্তি তুলেছেন কিং খান। কী সেটা?

শাহরুখের সংযোজন, "আমি যেতে চেয়েছিলাম কিন্তু ওই খাবার খাওয়ার ঝক্কিটা বাদ দিয়ে। এত্ত খাবার থাকে ওদের শোয়ে! না যাওয়ার জন্য কাজল-টুইঙ্কলের কাছে ক্ষমা চাইছি। আমার সত্যিই যাওয়া উচিত ছিল। তবে নিজে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও প্রায়শ্চিত্ত করার জন্য আমি প্রতিটা পর্ব দেখেছি।" কথাগুলো আসলে কাজলের পাশে বসে রসিকতাচ্ছলেই বলেছেন বাদশা। সম্প্রতি লন্ডনে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'তে শাহরুখ-কাজল অভিনীত রাজ-সিমরনের আদলে ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন হয়েছে। সেই প্রেক্ষিতেই দুই বন্ধুর আড্ডা জমে ওঠে? সেখানেই এক পডকাস্টারের প্রশ্নের মুখে শাহরুখ জানান কেন তিনি 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল' টক শোয়ে যাননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শাহরুখ জানালেন, "ওদের টক শোয়ে যেতে না পারায় আমার সত্যিই খুব খারাপ লেগেছে।"
  • শোয়ের একটি বিষয় নিয়ে আপত্তি তুলেছেন কিং খান। কী সেটা?
  • শাহরুখের সংযোজন, "আমি যেতে চেয়েছিলাম কিন্তু ওই খাবার খাওয়ার ঝক্কিটা বাদ দিয়ে।"
Advertisement