সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের কিং শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ দিনে ‘ভাই’-কে রাত ১২টার ঠিক এক মিনিট আগে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মমতা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার অনবদ্য প্রতিভা এবং করিশ্মা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করে যাও।’মমতার সেই শুভেচ্ছা বার্তার উত্তর দিলেন বাদশা।
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শাহরুখ লিখেছেন, 'ধন্যবাদ মমতা দিদি আপনার এই শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।' শাহরুখের জন্মদিন হোক বা শুটিং ফ্লোরের দুর্ঘটনা, সবক্ষেত্রেই মুখ্যমন্ত্রী তাঁর কথা ভেবেছেন। এর আগে 'কিং' ছবির শুটিং চলাকালীন গুরুতর জখম হয়েছিলেন শাহরুখ। বাদশার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তাঁর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভাই শাহরুখের স্বাস্থ্যের জন্য আমি চিন্তিত। পেশিতে আঘাত পেয়ে গুরুতরভাবে জখম হয়েছেন শাহরুখ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।'
উল্লেখ্য, শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসছে। বাদশার জন্মদিনে প্রকাশ্যে এসেছে ছবির টিজার। যা নিয়ে রীতিমতো উন্মাদনা তুঙ্গে। বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর।
