shono
Advertisement
Shah Rukh Khan

বিমানবন্দরে শাহরুখকে 'আটকে' তল্লাশি, নিরাপত্তারক্ষীদের সামনে কী করলেন বাদশা?

বৃহস্পতিবার খুব তাড়াহুড়ো করে বিমানবন্দরে ঢুকছিলেন বলিউড সুপারস্টার। তখনই তল্লাশির মুখে পড়েন শাহরুখ। তারপর?
Published By: Sandipta BhanjaPosted: 06:30 PM Jan 29, 2026Updated: 07:01 PM Jan 29, 2026

৯/১১ হামলার অভিশপ্ত অধ্যায়ে মার্কিন মুলুকের বিমানবন্দরে হেনস্তার মুখে পড়েছিলেন শাহরুখ খান। নিউ ইয়র্কের নেব্রাস্কা বিমানবন্দরে বাদশাকে দু'ঘণ্টা আটক করে কড়া তল্লাশি চালানো হয়েছিল। সম্প্রতি বিসিসিআই সহ-সভাপতি তথা সাংসদ রাজীব শুক্লার এক সাক্ষাৎকারের সুবাদে যখন সেই অতীত কাহন ফের চর্চায়, তখন এমন আবহে বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে ফের তল্লাশির মুখে পড়লেন শাহরুখ। যে ক্যামেরাবন্দি মুহূর্ত নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

Advertisement

ঠিক কী ঘটেছে? বিমানবন্দরের প্রবেশপথে পরিচয়পত্র দেখিয়ে যাত্রীদের ঢোকার নিয়ম কম-বেশি সকলেরই জানা। কিন্তু কি খানকে ঠিক কোন কারণে আটকানো হল? বলিউড মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে খুব তাড়াহুড়ো করে বিমানবন্দরে ঢুকছিলেন বলিউড সুপারস্টার। আদ্যোপান্ত ডেনিম পোশাকে নিজেকে মুড়েছিলেন শাহরুখ। তার সঙ্গে ছিল মাথায় টুপি আর চোখে রোদচশমা। জানা যায়, সিকিউরিটি চেকে পরিচয়পত্র দেখানোর পরও কিং খানকে রোদচশমা খুলতে বলেন নিরাপত্তারক্ষীরা। তারপর?

বিমানবন্দরে শাহরুখ খান, ছবি- ইনস্টাগ্রাম

ভূ-ভারতের অন্যতম ধনকুবের তথা বিশ্বের তাবড় সেলিব্রিটি হওয়া সত্ত্বেও কিন্তু নিরাপত্তারক্ষীদের নির্দেশ অমান্য করেননি শাহরুখ। বরং শান্তভাবে নিয়ম মেনে চশমা খোলেন এবং তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে হাসিমুখে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করেন। শুধু তাই নয়, যাওয়ার আগে কর্তব্যে অবিচল জনৈক নিরাপত্তারক্ষীর পিঠও চাপড়ে দেন বাদশা। আর কিং খানের এহেন আচরণে মুগ্ধ হয়ে যান বিমানবন্দরে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরাও। সেই ভিডিও ভাইরাল হতেই নেটবাসিন্দারা বলছেন, 'এইজন্যেই শাহরুখ আজকে লক্ষ লক্ষ ভক্তের মনের বাদশা।' যদিও কোথায় যাচ্ছেন? সেই গন্তব্য ফাঁস করেননি বলিউড সুপারস্টার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement