সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের আবহে ওপার বাংলায় মুক্তি পেয়েছিল শাকিব খান ও মিমি চক্রবর্তীর তুফান। বাংলাদেশের বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। শাকিব অনুরাগীরা অধীর আগ্রহে বসে রয়েছে এই ছবির দ্বিতীয় ভাগের জন্য। এরই মাঝে শুক্রবার মুক্তি পেল শাকিবের 'দরদ'। বাংলাদেশে হাসিন পরবর্তী বাংলাদেশে পালাবদলের পর এই প্রথম কোনও বিগ বাজেটের ছবি মুক্তি পেল ওপার বাংলায়। তাও আবার বাংলাদেশের ভাইজানের ছবি। পরিচালক অনন্য মামুন। শাকিবের এই ছবির গল্পের প্রেক্ষাপট ভারত।
ওপার বাংলার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাকিবের দরদ ছবির জন্য আগে থেকেই আগ্রহ দেখা গিয়েছিল দর্শকদের মধ্যে। জানা গিয়েছে, মুক্তির দিন অর্থাৎ শুক্রবারই প্রত্যেকটি শো হাউজফুল। ছবির টিমের আশা, উইকএন্ড ও আগামী সপ্তাহে এই ছবির ব্যবসা আরও বাড়বে। এই প্রথম শাকিবের কোনও ছবি কোনও উৎসব ছাড়া মুক্তি পেল।
ভারতে কী মুক্তি পাবে শাকিবের 'দরদ'?
সংবাদ মাধ্যমকে ছবির পরিচালক অনন্য মামুন বলেন, '' দুই দেশে একসঙ্গেই মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু পাইরেসির কথা ভেবেই আমরা পিছিয়ে এসেছি। তাই বাংলাদেশে মুক্তির দুসপ্তাহ পর ভারতে মুক্তি পাবে দরদ।''
‘দরদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। ছবিটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত হয়েছে ‘দরদ’।
সিনেমায় শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা। রয়েছেন ওপার বাংলার ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, বাংলাদেশের এলিনা শাম্মী, জেসিয়া ইসলামের মতো অভিনেতা।