shono
Advertisement
Shashi Tharoor Bads Of Bollywood

টাকা নিয়ে শাহরুখপুত্রের প্রশংসা! কটাক্ষের মুখে শশী থারুরের ঝাঁজাল জবাব, 'আমি বিক্রি হই না'

আরিয়ানের 'ব্যাডস অফ বলিউড'-এর ঢালাও প্রশংসা করে কটাক্ষের শিকার 'দর্শক' শশী থারুর।
Published By: Sandipta BhanjaPosted: 10:36 AM Oct 28, 2025Updated: 10:36 AM Oct 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম সিরিজেই বলিউডের বাস্তুতন্ত্র, স্টার পাওয়ার, রাঘব বোয়ালদের 'দাদাগিরি' থেকে আন্ডারওয়ার্ল্ড যোগ, এমনকী স্বজনপোষণ ত্বত্ত্ব উসকে দিয়ে কৌতুকের মোড়কে সিনেইন্ডাস্ট্রির কঙ্কালসার রূপ দেখিয়ে পরিচালক হিসেবে বলিউডে 'ডেবিউ মাইলফলক' গড়লেন আরিয়ান খান। আর সেকারণেই মুক্তির পর থেকে চর্চায় 'ব্যাডস অফ বলিউড'। এক সিরিজে এহেন তারকাসমাহার দেখে দর্শকরাও উৎফুল্লিত। শুধু তাই নয়, নেটফ্লিক্সের যাবতীয় রেকর্ডও ভেঙে চুরমার করেছে আরিয়ান পরিচালিত সিরিজ। সম্প্রতি 'ব্যাডস অফ বলিউড' দেখে ঢালাও প্রশংসা করেন খোদ শশী থারুরও। তবে এই সিরিজকে 'ওটিটি প্ল্যাটফর্মের খাঁটি সোনা'র খেতাব দিয়ে বেজায় বিপাকে পড়েছেন রাজনীতিক! অহরহ কটাক্ষের শিকার হতে হচ্ছে থারুরকে। এবার মাঠে নেমে নিজেই নিন্দুকদের মোক্ষম জবাব দিলেন তিনি।

Advertisement

শশী থারুরের মুখে শাহরুখপুত্রের প্রশংসা শুনে একাংশের বিদ্রুপ, 'পেইড রিভিউ করছেন কেন?' কারও বা কটাক্ষ, 'টাকার বিনিময়ে ভালো রিভিউ দিয়েছেন ভালো কথা! কিন্তু কত নিলেন?' কেউ বা তারকাসন্তানের প্রশংসা শুনে গাত্রদহের জ্বালা চেপে রাখতে না পেরে সোশাল পাড়ায় থারুরকে নিয়ে আক্রমণাত্মক কথা বললেন। এহেন কটুক্তি, সমালোচনার ঝড় নজর এড়ায়নি থারুরের। পালটা নিন্দুকদের মোক্ষম জবাব দিতেও পিছপা হলেন না তিনি। 'পেইড রিভিউ' কটাক্ষের পালটা থারুরের ঝাঁজাল জবাব, "আমি বিক্রি হই না। আমার কোন মতামতই কেউ কখনও নগদ টাকা বা উপঢৌকনের দ্বারা প্রভাবিত করতে পারেনি।"

'ব্যাডস অফ বলিউড'-এর প্রশংসা করে ঠিক কী লেখেন শশী থারুর যার জন্যে এহেন সমালোচনার মুখে পড়তে হল তাঁকে? এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, "দু'দিন আগে সর্দি, কাশি হয়েছিল বলে সমস্ত কাজকর্ম বাতিল করি। আমার বোন, কর্মীরা কম্পিউটার থেকে আমার নজর ঘুরিয়ে নেটফ্লিক্সের সিরিজের দিকে আনে। সদ্যই আরিয়ান খানের পরিচালিত প্রথম সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড' দেখা শেষ করলাম। আমি প্রশংসার ভাষা হারিয়ে ফেলছি। সংলাপের ক্ষুরধার বাঁধুনি, নির্ভীক পরিচালনা । বিদ্রুপ করার ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসাধারণ কাজ করেছেন। সিরিজের সাতটি পর্ব দেখে আরিয়ান খানকে কুর্নিশ।" সবশেষে শাহরুখকে ট্যাগ করে শশী আরও লেখেন, "একজন বাবা হিসাবে আরেক বাবাকে বলছি, আপনি নিশ্চয়ই খুব গর্বিত।" এহেন টুইটের পরই শুরু হয় সমালোচনা! এবার পালটা দিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করলেন শশী থারুর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি 'ব্যাডস অফ বলিউড' দেখে ঢালাও প্রশংসা করেন খোদ শশী থারুরও।
  • তবে এই সিরিজকে 'ওটিটি প্ল্যাটফর্মের খাঁটি সোনা'র খেতাব দিয়ে বেজায় বিপাকে পড়েছেন রাজনীতিক!
  • শশী থারুরের মুখে শাহরুখপুত্রের প্রশংসা শুনে একাংশের বিদ্রুপ, 'পেইড রিভিউ করছেন কেন?'
Advertisement