shono
Advertisement
Sikandar Teaser

সলমনের 'সিকন্দর'-এ শাহরুখ যোগ, দারুণ চমক 'করণ-অর্জুনে'র!

অ্যাকশন প্যাকড 'সিকন্দর'-এও শাহরুখের ক্যামিও থাকছে?
Published By: Sandipta BhanjaPosted: 01:58 PM Dec 29, 2024Updated: 03:13 PM Dec 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিল লাইফে যেমন করণ-অর্জুনের 'ভাইচারা' সুপারহিট। তেমনই রিয়েল লাইফেও সলমন-শাহরুখের বন্ধুত্ব অটুট। একে অপরের সিনেমায় ক্যামিও করা থেকে বিপদে আপদে পাশে থাকা, সবসময়ে শাহরুখ-সলমন বন্ধুত্বের প্রকৃত সংজ্ঞা তৈরি করেছেন। এবার সলমন খানের (Salman Khan) 'সিকন্দর' ছবিতেও (Sikandar) শাহরুখ খান (Shah Rukh Khan ) যোগ।

Advertisement

ভাবছেন নিশ্চয়ই অ্যাকশন প্যাকড 'সিকন্দর'-এও শাহরুখের ক্যামিও থাকছে কিনা? শনিবারই বহু প্রতীক্ষিত ছবির ঝলক প্রকাশ্যে এসেছে, তবে টিজারের কোথাও কিং খানের উপস্থিতি নেই। তাহলে কীভাবে এই সিনেমার সঙ্গে বাদশা যোগ রয়েছে? আসলে গোটা ছবির ভিএফএক্স করেছে শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এর আগে যে সংস্থা 'কৃষ ৩', 'ডন: দ্য চেজ বিগিনস এগেইন', 'জওয়ান'-এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোর স্পেশাল এফেক্টসের দায়িত্বে ছিল। ইতিমধ্যেই 'সিকন্দর'-এর টিজারে নজর কেড়েছে ভিএফএক্স। বিশেষ করে, ছবির কালার গ্রেডিং নিয়ে চর্চা জারি। যা কিনা শাহরুখের সংস্থার তৈরি।

'সিকন্দর'-এর পয়লা ঝলকেই ভাইজান বুঝিয়ে দিয়েছেন যে তিনি এবার সুলতান-এর মতোই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন। নতুন বছরে ইদের বক্স অফিসে জমাতে তৈরি সলমন খান। 'সিকন্দর' টিজারে বলিউডের সুলতান একেবারে 'অ্যাংরি ইয়াংম্যান'। বন্ধুদের ভাইজান, আর দুশমনের যম। শুধু ঘুরে দাঁড়ানোর অপেক্ষা। তারপরই দুরন্ত অ্যাকশনের আভাস। এ আর মুরুগাদোসের পরিচালনায় তৈরি এই ছবি যে অ্যাকশন প্যাকড হতে চলেছে তা টিজারেই (Sikandar Teaser) স্পষ্ট। ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে অস্ত্রে সাজানো এক মিউজিয়ামে ভাইজানকে দেখা যাচ্ছে। বর্মর আড়ালে শত্রুর শ্যেন দৃষ্টি। তারপরই হামলা। চোখের নিমেষ শত্রুদের হাওয়ায় উড়িয়ে ‘সিকন্দর’ সলমন।

চব্বিশের গোটা বছর সলমনের পরিবারের বেশ আতঙ্কে কেটেছে। প্রথমার্ধে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বিষ্ণোই গ্যাংয়ের আক্রমণ। তার পর মাসখানেক ধরে খুনের হুমকি। তবে দমে যাননি ভাইজান। কড়া নিরাপত্তায় মুড়ে 'সিকন্দর'-এর শুটিং চালিয়ে গিয়েছেন। এই ছবিতে সলমনের পাশাপাশি দেখা যাবে রশ্মিকা মন্দানা, কাজল আগরওয়ালকে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। জানা গিয়েছে, এই ছবির ভিলেন তিনিই। অন্যান্য ভূমিকায় রয়েছেন সুনীল শেট্টি, শরমন যোশী, প্রতীক বাব্বর।

উল্লেখ্য, বলিউডের বড় তারকারা বর্তমানে ভাগ্য নির্ধারণের জন্য দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের 'জওয়ান' (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবারে সেই পথই বেছে নিয়েছেন ভাইজান। 'সিকন্দর'-এর এবার একেবারে নতুন অবতারে পর্দা কাঁপাতে তৈরি বলিউডের সুলতান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সলমন খানের 'সিকন্দর' ছবিতেও শাহরুখ খান যোগ।
  • শনিবারই বহু প্রতীক্ষিত ছবির ঝলক প্রকাশ্যে এসেছে, তবে টিজারের কোথাও কিং খানের উপস্থিতি নেই।
  • আসলে 'সিকন্দর' ছবির ভিএফএক্স করেছে শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
Advertisement