shono
Advertisement
Sikandar Teaser

দুশমনের যম ভাইজান! 'সিকন্দর' টিজারে 'অ্যাংরি' সলমন

নতুন বছরে ইদের বক্স অফিস জমজমাট।
Published By: Suparna MajumderPosted: 05:34 PM Dec 28, 2024Updated: 09:29 PM Dec 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুদের ভাইজান, আর দুশমনের যম। নতুন বছরে ইদের বক্স অফিসে জমাতে তৈরি সলমন খান। 'সিকন্দর' টিজারে বলিউডের সুলতান একেবারে 'অ্যাংরি ইয়াংম্যান'। শুধু ঘুরে দাঁড়ানোর অপেক্ষা। তারপরই দুরন্ত অ্যাকশনের আভাস।

Advertisement

সদ্য ৫৯ বছরে পা দিয়েছেন। কথা দিয়েছিলেন, জন্মদিনেই 'সিকন্দর'-এর টিজার প্রকাশ্যে আসবে। কিন্তু তার আগেই ঘটে অঘটন। প্রয়াত ড. মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়েই টিজার রিলিজের সময় পিছিয়ে দেওয়া হয়। শনিবার সকাল এগারোটায় টিজার রিলিজের কথা থাকলেও তা প্রকাশ্যে আসে বিকেল চারটেয়। তাও আবার শুধুমাত্র ইউটিউবে।

এ আর মুরুগাদোসের পরিচালনায় তৈরি এই ছবি যে অ্যাকশন প্যাকড হতে চলেছে তা টিজারেই স্পষ্ট। ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে অস্ত্রে সাজানো এক মিউজিয়ামে ভাইজানকে দেখা যাচ্ছে। বর্মের আড়ালে শত্রুর শ্যেন দৃষ্টি। তারপরই হামলা। চোখের নিমেষ শত্রুদের হাওয়ায় উড়িয়ে 'সিকন্দর' সলমন।

 

প্রসঙ্গত, গত বছর সলমন ও তাঁর পরিবারের কাছে বেশ আতঙ্কের ছিল। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলিবৃষ্টি, প্রাণনাশের হুমকি, প্রকাশ্য রাস্তায় সলমন-বন্ধু বাবা সিদ্দিকির হত্যা --- সবমিলিয়ে বেশ উদ্বিগ্ন পরিস্থিতি। সলমনের নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে। এত কিছুর মধ্যেও 'সিকন্দর'-এর শুটিং চালিয়ে গিয়েছেন সলমন। ছবিতে সলমনের পাশাপাশি দেখা যাবে রশ্মিকা মন্দানা, কাজল আগরওয়ালকে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। অন্যান্য ভূমিকায় দেখা যাবে সুনীল শেট্টি, শরমন যোশী, প্রতীক বাব্বর।

উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান। ‘দাবাং’, 'ভাইজান', 'টাইগার'-এর পর এবার একেবারে নতুন অবতারে পর্দা কাঁপাতে তৈরি বলিউডের সুলতান।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরে ঈদের বক্স অফিসে জমাতে তৈরি সলমন খান।
  • 'সিকন্দর' টিজারে বলিউডের সুলতান একেবারে 'অ্যাংরি ইয়াংম্যান'।
Advertisement