সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য দুবাইকে 'খাদান' দেখিয়ে ফিরেছেন দেব। তার পরই বড় চমক দিলেন টলিউড সুপারস্টার। বর্তমানে পরবর্তী সিনেমা 'রঘু ডাকাত'-এর প্রি প্রোডাকশন নিয়ে চূড়ান্ত ব্যস্ত তিনি। জোরকদমে কাস্টিংও চলছে। দিন কয়েক আগে শোনা গিয়েছিল দেবের 'রঘু ডাকাত'-এ (Raghu Dakat) বিশেষ চরিত্রে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য। এবার জানা গেল, সংশ্লিষ্ট পিরিয়ড ড্রামার কাস্টিংয়ে নতুন সংযোজন সোহিনী সরকার (Sohini Sarkar) এবং 'কিশোরী' ইধিকা পাল (Idhika Paul)। চমক এখানেই শেষ নয়! টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ম্যাগনাম অপাসে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়।

বৃহস্পতিবার রাতেই ইধিকা পাল এবং সোহিনী সরকারের ছবি দিয়ে 'রঘু ডাকাত'-এ দুই অভিনেত্রীর কাস্টিং নিশ্চিত করেছেন দেব। একফ্রেমে দেখা গিয়েছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কেও। সূত্রের খবর, সোহিনী সরকারকে দেখা যাবে ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্যদিকে 'রঘু ডাকাত' দেবের নায়িকা হিসেবে ধরা দেবেন ইধিকা পাল এবং একটি বিশেষ চরিত্রে রূপা গঙ্গোপাধ্যায় থাকতে পারেন বলেও শোনা যাচ্ছে। প্রসঙ্গত, 'রঘু ডাকাত'-এর সুবাদেই এই প্রথমবার দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সোহিনী সরকার। অন্যদিকে 'খাদান' ছবির পর দ্বিতীয়বার টলিউড সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা। অতঃপর এক ছবিতে দেব, রূপা, সোহিনী, ইধিকা এবং অনির্বাণ থাকলে, সেটা যে দর্শকদের জন্যে নিঃসন্দেহে বড় পাওনা হবে, তা বলাই বাহুল্য।
এদিকে নতুন বছরের শুরুতেই 'রঘু ডাকাত' লুকে কৌতূহলের পারদ চড়িয়েছেন টলিউড সুপারস্টার। সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ। নিষ্ঠুর চোখ দেখে দেবের পরবর্তী রিলিজের জন্য ইতিমধ্যেই দিন গোনা শুরু করে দিয়েছেন দর্শক-অনুরাগীরা। পঁচিশের পুজোর মহাচমক 'রঘু ডাকাত'। বর্তমানে ছবির প্রি প্রোডাকশন চলছে পুরোদমে। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দফায় দফায় টিম মিটিং চলছে দেবের। সূত্রের খবর, এবার অনির্বাণ ভট্টাচার্যকে খলচরিত্রে কাস্ট করতে চাইছেন নির্মাতারা। প্রাথমিক পর্যায়ে কথাও এগিয়েছে। প্রসঙ্গত, দেব-ধ্রুব জুটি এর আগেও ‘গোলন্দাজ’-এ চমক দিয়েছে, সেই ছবিতে অনির্বাণ ভট্টাচার্যও ছিলেন। এবার এই পিরিয়ড ড্রামার ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তা হলফ করে বলা যায়। ছবির চিত্রনাট্য লেখা শেষ করেছেন ধ্রুব। দেবের সঙ্গে শুটিংয়ের তারিখ নিয়েও আলোচনা হয়েছে। এমনকী, মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবির কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা। ২০২৫ সালের পুজোয় যে বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য, তা বলাই বাহুল্য।