shono
Advertisement
Mohammedan SC

সম্মানরক্ষার লড়াইয়েও ঘুরে দাঁড়াতে ব্যর্থ মহামেডান, হার গোয়ার কাছে

লড়াই ছিল। চেষ্টাটাও ছিল। কিন্তু কাজের কাজ হল না।
Published By: Subhajit MandalPosted: 09:27 PM Mar 04, 2025Updated: 10:07 PM Mar 04, 2025

গোয়া: ২ (ইকের, পদম ছেত্রী আত্মঘাতী)
মহামেডান: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াই ছিল। চেষ্টাটাও ছিল। কিন্তু কাজের কাজ হল না। ফের হারই জুটল মহামেডানের কপালে। এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে হারল সাদা-কালো ব্রিগেড। গোয়ার হয়ে একটি গোল করলেন ইকের। আর একটি গোল সাদা-কালো ব্রিগেড হজম করল গোলরক্ষক পদমের ভুলে।

লিগ শিল্ড জয়ের দৌড় থেকে ছিটকে যাওয়ায় গোয়া এই ম্যাচকে প্লে অফের প্রস্তুতি হিসাবেই দেখছিল। মহামেডানেরও যেহেতু আর প্লে অফে যাওয়ার আশা নেই, তারাও এদিনের ম্যাচকে সুপার কাপের প্রস্তুতি ম্যাচ হিসাবেই দেখেছে। তাছাড়া এই লড়াইটা মহামেডানের সম্মানরক্ষার লড়াই ছিল। সেই লড়াইয়ে চেষ্টা থাকলেও সামর্থ্যে কুলিয়ে উঠতে পারল না সাদা-কালো ব্রিগেড।

এদিন ম্যাচের প্রথম থেকেই দাপট দেখায় গোয়া। তবে প্রথম গোল পেতে তাদের সময় লেগে যায় ৪০ মিনিট। গোয়া প্রথম গোলটি পায় ইকেরে পা থেকে। গোল পাওয়ার পরও অবশ্য আক্রমণের ঝাঁজ কমায়নি মানোলো মার্কেজের ছেলেরা। একের পর এক আক্রমণ শানায় গোয়া। গোটা ম্যাচে মোট ১৯টি শট নিয়েছে মাণ্ডবী তীরের ক্লাবটি। তবে দ্বিতীয় গোলটি তাঁরা পেয়েছে ৮৬ মিনিটে। সেটাই ম্যাচের চূড়ান্ত ফলাফল।

এই ফলাফল অবশ্য পয়েন্ট টেবিলে বিশেষ প্রভাব ফেলবে না। জয়ের ফলে ২৩ ম্যাচে ৪৮ পয়েন্টে পৌঁছে গেল গোয়া। শেষ ম্যাচে মোহনবাগানকে হারাতে পারলে তাদের কাছেও সুযোগ থাকছে মরশুমে ৫০ পয়েন্টে পৌঁছে যাওয়ার। অন্যদিকে মহামেডান ২৩ ম্যাচে সেই ১২ পয়েন্টেই পড়ে রইল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের হারই জুটল মহামেডানের কপালে।
  • এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে হারল সাদা-কালো ব্রিগেড।
  • গোয়ার হয়ে একটি গোল করলেন ইকের।
Advertisement