shono
Advertisement
Aurangzeb

'ঔরঙ্গজেবের কবর গুঁড়িয়ে দেওয়া হোক', বিজেপি নেত্রীর মন্তব্যে বিতর্ক

সমাজবাদী পার্টির নেতা-বিধায়ক আবু আজমির ঔরঙ্গজেব-স্তুতির পরই বিস্ফোরক দাবি প্রাক্তন বিজেপি সাংসদের।
Published By: Biswadip DeyPosted: 09:30 PM Mar 04, 2025Updated: 09:30 PM Mar 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোটেই নিষ্ঠুর প্রশাসক ছিলেন না ঔরঙ্গজেব। মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির নেতা-বিধায়ক আবু আজমির এহেন মন্তব্যকে ঘিরে ঝড় উঠেছে। এর মধ্যেই বিজেপি নেত্রী ও প্রাক্তন সাংসদ নবনীত রানা দাবি করলেন, মুঘল সম্রাটের কবর সরিয়ে নিয়ে যাওয়া হোক মহারাষ্ট্র থেকে। এক ভিডিও বার্তায় আবু আজমিকে 'ছাবা' দেখার অনুরোধও করতে দেখা গেল তাঁকে। দাবি, তবেই পরিষ্কার হয়ে যাবে মহারাষ্ট্রের রাজা সম্ভাজি মহারাজের প্রতি কী আচরণ করেছিলেন তিনি।

Advertisement

নবনীতকে ভিডিওয় বলতে শোনা গিয়েছে, ''যাঁরা আওরঙ্গজেবকে ভালোবাসেন তাঁদের উচিত নিজের বাড়িতে তাঁর কবর সাজিয়ে রাখা।'' এরপরই তাঁর আর্জি, ''আমি মহারাষ্ট্র সরকারকে অনুরোধ করতে চাই যেভাবে ঔরঙ্গাবাদের নাম বদলে সম্ভাজি মহারাজের নামে রাখা হয়েছে, সেভাবেই ধ্বংস করে দেওয়া হোক ঔরঙ্গজেবের কবর। যে সব মানুষরা ঔরঙ্গজেবকে ভালোবাসেন, তাঁরা সেই কবরকে নিজের বাড়িতে সাজিয়ে রাখুন।''

এরই পাশাপাশি তিনি আবু আজমিকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ''যে রাজ্যে আপনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন সেখানে শাসক ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজ ও ছত্রপতি সম্ভাজি মহারাজ। আপনার মতো মানুষদের উচিত একবার 'ছাবা' দেখা, যেখানে আপনি দেখতে পাবেন ঔরঙ্গজেব কেমন রাজা ছিলেন।''

প্রসঙ্গত, বক্স অফিসে ঝড় তুলেছে 'ছাবা'। ‘ছাবা’ জ্বরে আক্রান্ত দেশের দর্শক-অনুরাগীরা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ইতিহাসভিত্তিক এই সিনেমা দেখে প্রশংসায় ভরান টিম ‘ছাবা’কে। প্রধানমন্ত্রী বলেন, “গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে এই সিনেমা। মুম্বই-সহ সমগ্র মহারাষ্ট্র, হিন্দি সিনেমাকেও উচ্চস্তরে পৌঁছে দিয়েছে মারাঠি। আর আজকাল তো ‘ছাবা’ নিয়ে গোটা দেশে চর্চা। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাসে সম্ভাজি মহারাজের বীরত্বের কাহিনি তুলে ধরা হয়েছিল।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজেপি নেত্রী ও প্রাক্তন সাংসদ নবনীত রানা দাবি করলেন, মুঘল সম্রাটের কবর সরিয়ে নিয়ে যাওয়া হোক মহারাষ্ট্র থেকে।
  • এক ভিডিও বার্তায় আবু আজমিকে 'ছাবা' দেখার অনুরোধও করতে দেখা গেল তাঁকে।
  • দাবি, তবেই পরিষ্কার হয়ে যাবে মহারাষ্ট্রের রাজা সম্ভাজি মহারাজের প্রতি কী আচরণ করেছিলেন তিনি।
Advertisement