সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে লং কোর্ট। সঙ্গে স্কার্ট। স্পষ্ট বেবিবাম্প। মুখে চোখে যেন ঠিকরে পড়ছে ঔজ্জ্বল্য। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা সোনম কাপুর। ক্যাপশনে লিখলেন, "মা"। এই পোস্টটি আবার শেয়ার করেছেন আনন্দ আহুজা। কমেন্ট বক্সে খানিক মশকরা করেন তিনি। লিখলেন, "ডবল ট্রাবল"। অর্থাৎ যার বাংলা তর্জমা করলে হয়, "জোড়া বিপদ।"
অনেকেই বলছেন, সোনমের এই ছবি যেন প্রিন্সেস ডায়নার কথা মনে করিয়ে দিচ্ছে। তাঁর চোখে মুখের ঔজ্জ্বল্য দেখে খুশি নেটিজেনরা। সোশাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অভিনেত্রী।
সঞ্জয় লীলা বনশালির ছবির হাত ধরে বলিউডে জার্নি শুরু করেছিলেন সোনম। রণবীরের বিপরীতে ‘সাওয়ারিয়া’ ছবিতে প্রথম আত্মপ্রকাশ ঘটে তাঁর। এরপর বহু বলিউডের ছবিতেই অভিনয় করেছেন সোনম। শেষ তাঁকে দেখা গিয়ছিল ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’ ছবিতে অভিনয় করতে। আপাতত স্বামী ও সন্তান নিয়ে ব্যস্ত সোনম। গত ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম। চলতি বছরের আগস্ট মাসে ছেলের তৃতীয় জন্মদিন পালন করেন অভিনেত্রী।
গত অক্টোবরে মুম্বইয়ে নবরাত্রির তোড়জোড়ের মাঝে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দেন অনিল কাপুরকন্যা। সেই সময় শোনা গিয়েছিল দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কয়েকমাস পরই সুখবর জানিয়েছিলেন সোনম। তারপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অভিনেত্রী। খবর জানাজানি হতেই আনন্দের আর শেষ নেই। সূত্রের খবর, বাড়িতে নাকি নতুন অতিথির আগমনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। বি-টাউন অবশ্য অন্য গুঞ্জনে মশগুল। কেউ কেউ বলছেন, মাতৃত্বের স্বাদ চেটেপুটে উপভোগ করবেন বলেই বায়ুর জন্মের পর থেকে বিনোদুনিয়া থেকে কিছুটা দূরে সোনম। দ্বিতীয়বার মাতৃত্বের পর কি কেরিয়ারের কথা পুরোপুরি ভুলে যাবেন তিনি? পরিবর্তে দুই সন্তান ও স্বামীকে নিয়েই সময় কাটাবেন সোনম? যদিও সে প্রশ্নের জবাব এখনও সোনম কিংবা তাঁর পরিবার ঘনিষ্ঠ কারও কাছ থেকে পাওয়া যায়নি।
