shono
Advertisement
Sonu Nigam

আজানের জন্য কনসার্টের মাঝে বিরতি, অতীত বিতর্ক সরিয়ে শ্রীনগরে সম্প্রীতির নজির সোনু নিগমের

অতীতের 'আজান বিতর্ক' ভুলিয়ে প্রশংসা কুড়োলেন সোনু।
Published By: Sandipta BhanjaPosted: 07:20 PM Oct 29, 2025Updated: 07:20 PM Oct 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে আজানের শব্দে সকালে ঘুম ভাঙায় আপত্তি তুলেছিলেন। এবার সেই আজানের জন্যই অনুষ্ঠান থামিয়ে সম্প্রীতির নজির গড়লেন সোনু নিগম। যে ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল।

Advertisement

বছর খানেক আগে আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে হইচই ফেলে দিয়েছেন সোনু নিগম। গায়কের কয়েকটা টুইট দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল অনুরাগীদের! সাফ বলেছিলেন, "আমি মুসলিম নই। তবুও আজানের শব্দে সকালে আমার ঘুম ভাঙে। ভারতে ধর্ম নিয়ে এই জোরাজুরি কবে বন্ধ হবে?" এই এক টুইটের জেরেই জোর সমালোচনার মুখে পড়তে হয় সোনুকে। বছরের পর বছর সেই বিতর্কিত মন্তব্যের রেশ চলে গায়কের জীবনেও! তবে এবার অতীতের 'আজান বিতর্ক' সরিয়ে নতুন উদাহরণ তৈরি করলেন গায়ক।

সম্প্রতি শ্রীনগরে প্রথমবার অনুষ্ঠান করতে গিয়েছিলেন সোনু নিগম। ডাল লেকের সামনে এসকে ইন্টারন্য়াশনাল কনফারেন্স সেন্টারে সেই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। যদিও স্থানীয়দের একাংশের দাবি, সোনুর কনসার্টে খুব একটা ভিড় হয়নি! সূত্রের খবর, বয়কট রব ওঠাতেই নাকি সোনু নিগমের শ্রীনগরের কনসার্টে আশানুরূপ ভিড় হয়নি। তবে 'ফ্লপ কনসার্টে'র তকমা এলেও নিজগুনে সেখানকার স্থানীয়দের মন জয় করে নেন গায়ক।

অনুষ্ঠান থেকে ছড়িয়ে পড়া এক ভিডিওতেই দেখা গেল, আজানের সময় হয়েছে বলে দু' মিনিটের জন্য অনুষ্ঠান থামান তিনি। শ্রীনগরের শ্রোতা-অনুরাগীদের উদ্দেশে সোনু নিগমকে বলতে শোনা যায়, "এখনই আজান শুরু হবে। দয়া করে আমাকে দু' মিনিট সময় দিন।" আজান থামার পর ফের অনুষ্ঠান শুরু করেন তিনি। উপস্থিত শ্রোতা-দর্শকরাও করতালি দিয়ে সোনু নিগমের আচরণে মুগ্ধতা প্রকাশ করেন। এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত দেখে নেটবাসিন্দাদের একাংশ গায়কের প্রশংসায় পঞ্চমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছর খানেক আগে আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে হইচই ফেলে দিয়েছেন সোনু নিগম।
  • এবার অতীতের 'আজান বিতর্ক' সরিয়ে নতুন উদাহরণ তৈরি করলেন গায়ক।
  • আজানের সময় হয়েছে বলে দু' মিনিটের জন্য অনুষ্ঠান থামান তিনি।
Advertisement