সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডে তাঁর বহু বছরের জার্নি। নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের পাশে থাকেন সর্বদা । তিনি টলিক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডে তাঁর অবদান অনেক। শুক্রবার তাঁর জন্মদিন, আর এদিন তাঁকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন কাঞ্চনঘরনি শ্রীময়ী চট্টরাজ। সাম্প্রতিককালে বেশ কিছু ইভেন্টে একসঙ্গে দেখা গিয়েছে ঋতুপর্ণা ও শ্রীময়ীকে। খুব অল্প সময়ের পরিচয় তাঁদের। কিন্তু এরমধ্যেই ঋতুপর্ণার সঙ্গে খুবই ভালো সম্পর্ক তৈরি হয়েছে শ্রীময়ীর। এদিন ঋতুপর্ণাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়া পোস্টে কী লিখলেন শ্রীময়ী?
এদিন ঋতুপর্ণার সঙ্গে তোলা বেশকিছু ছবি সোশাল মিডিয়ায় পোষ্ট করে শ্রীময়ী লেখেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। তোমার কাজ দিয়ে তুমি এতবছর সকলের মনে জায়গা করে নিয়েছ। তোমাকে আমি চিনেছি মাত্র কিছুদিন। তবে তোমাকে এই কদিনে যেটুকু বুঝেছি তুমি খুব ভালো মানুষ। তোমাকে আমার রক্তের সম্পর্কের থেকেও বেশি কিছু মনে হয়।'
শ্রীময়ী আরও লেখেন, 'তোমার কাছ থেকে শেখা উচিত কীভাবে মানুষের পাশে থাকতে হয়। তুমি আমাদের অনুপ্রেরণা। তুমি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াও, সাহায্যের হাত বারিয়ে দাও। আমাদের সকলের তোমার থেকে শেখা উচিত কীভাবে মানুষের দুঃসময়ে তার পাশে থাকতে হয়। তুমি এভাবেই সমানতালে ঘরে ও বাইরের সব কাজ সমানতালে চালিয়ে যাও। তোমাকে খুব ভালোবাসি। তোমার দীর্ঘায়ু কামনা করি।'
