সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই 'রঘু ডাকাত' লুকে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন টলিউড সুপারস্টার। সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ। উঁকি দিচ্ছে নিষ্ঠুর চোখ। ডাকাত সর্দারকে দেখে রিলিজের জন্য ইতিমধ্যেই দিন গোনা শুরু করেছেন দর্শক-অনুরাগীরা। এবার নতুন লুকে কৌতূহলের পারদ আরও চড়িয়ে দিলেন 'রঘু' দেব।

একহাতে রক্তমাখা খড়্গ। আরেক হাতে ধনুক। কাঁধে রাখা ঝোলায় গচ্ছিত তীর। আলুথালু চুল। লাল কাপড়ের টুকরো দিয়ে কপালে বাঁধা ফেট্টি। শত্রুদমনের প্রশান্তি দোর্দণ্ডপ্রতাপ ডাকাতসর্দারের মুখে। আগের তুলনায় এবার যেন আরও ভয়ানক অবতারে 'রঘু ডাকাত'। আর এমন লুক প্রকাশ্যে এনেই টলিউড সুপারস্টার জানিয়ে দিলেন, 'ইতিহাস তৈরির পথে আরও একধাপ।' আসলে বৃহস্পতিবারই ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত সিনেমার প্রথম শিডিউলের শুটিং শেষ হল। এবার দ্বিতীয়ার্ধের পালা। তার প্রাক্কালেই 'রঘু ডাকাত'-এর নতুন লুকে উন্মাদনার পারদ চড়ালেন অভিনেতা।
দেব ছাড়াও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ম্যাগনাম অপাসে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়। খলচরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। সোহিনী সরকারকে দেখা যাবে ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্যদিকে ‘রঘু ডাকাত’ দেবের নায়িকা হিসেবে ধরা দেবেন ইধিকা পাল। ধ্রুবর ‘গোলন্দাজ’ ছবিতে দেব-অনির্বাণের পর এবার ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রেও কাকতালীয় বিষয় এক্ষেত্রেও পরিচালক-প্রযোজক এক।
দীর্ঘ চার বছরের অপেক্ষার পর অবশেষে গত ১৬ মার্চ 'রঘু ডাকাত'-এর শুটিং শুরু হয়েছে। বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাতের দুঃসাহসিক কাহিনি পর্দায় ফুটিয়ে তোলার আগে আদা-জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছিলেন দেব। ঘোড়সওয়ার শিখতে নিত্যদিন নিয়ম করে ঘোড়া ছোটাতে হয়েছে। শিখতে হয়েছে তরবারি যুদ্ধও। 'পাগলু' কিংবা 'দুই পৃথিবী'র সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে-সমালোচকরাও। যে কোনও চরিত্র আত্মস্থ করতে কড়া হোমওয়ার্কের যে কোনও বিকল্প নেই, সেকথা মনেপ্রাণে বিশ্বাস করেন দেব। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের 'গোলন্দাজ' ছবিতে নরেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্র ফুটিয়ে তুলতে দুবেলা নিয়ম করে মাঠে ঘাম ঝরাতেন। সিনেমা মুক্তির পর দর্শকমহল তো বটেই পাশাপাশি সিনেসমালোচকরাও তাঁর মার্কশিটে ফুলমার্কস বসিয়েছিলেন। এবার 'রঘু ডাকাত'-এর ক্ষেত্রেও যে পরিচালক-অভিনেতা জুটি ধ্রুব-দেব মহাচমক উপহার দিতে চলেছেন, তা বলাই বাহুল্য। পঁচিশের পুজোর পর্দায় সেই দোর্দণ্ডপ্রতাপ ডাকাত সর্দারকে দেখার অপেক্ষায় সিনেপ্রমীরা।