সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক সুমন ঘোষের নতুন ছবি 'পুরাতনে'র হাত ধরেই ১৪ বছর পর বাংলা ছবিতে ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তাঁর মেয়ের চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মা ও মেয়ের সম্পর্ক ঘিরেই এই ছবির গল্প বুনেছেন পরিচালক সুমন। টিজারে বর্ষীয়ান অভিনেত্রীর ঝলক দেখেই দর্শকমহলে ছবি ঘিরে উৎসাহ তৈরি হয়েছে। সোমসন্ধ্যায় প্রকাশ্যে এল ছবির ট্রেলার। আর তাতেই শর্মিলা-ঋতুপর্ণা-ইন্দ্রনীল সেনগুপ্তর রসায়ন দেখে নেটপাড়া মুগ্ধ।

এক তারকাখচিত অনুষ্ঠানে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। শর্মিলা ঠাকুর নিজে সেখানে হাজির থাকতে না পারলেও হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, সুমন ঘোষ-সহ টলিপাড়ার একাধিক সেলিব্রিটি। ২মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারে ছবির গল্পের কিছুটা আঁচ মিলেছে। একদিকে মায়ের জীবনের এক অজানা রহস্য আর অন্যদিকে সেই রহস্যকে কেন্দ্র করে মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন অসাধারণ মুনশিয়ানায় ট্রেলারে তুলে ধরা হয়েছে। আর তার সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তের সম্পর্কের সমীকরণও ধরা পড়েছে ট্রেলারে।
প্রসঙ্গত, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত 'পুরাতন' ছবিটি ইতিমধ্যেই দেশ বিদেশের একাধিক উৎসবে প্রদর্শিত ও সমাদৃত হয়েছে। কিছুদিন আগেই ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে ওপেনিং নাইট সিনেমা হিসেবে ‘পুরাতন’ দেখানো হয়। তাছাড়া ২০২৪-এর মুম্বই চলচ্চিত্র উৎসবেও ছবিটি দেখানো হয়েছে। আগামী ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।