shono
Advertisement
Akshay Kumar

'ভূস্বর্গ ভয়ঙ্কর', জম্মুতে আটক অক্ষয় কুমারের গাড়ি! কেন বিপাকে পড়লেন খিলাড়ি?

এক অনুষ্ঠানে যোগ দিতে উপত্যকায় উড়ে গিয়েছিলেন বলিউড খিলাড়ি।
Published By: Sandipta BhanjaPosted: 07:06 PM Aug 13, 2025Updated: 07:06 PM Aug 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক খ্যাতনামা গয়না প্রস্তুতকারক সংস্থার নতুন শোরুম উদ্বোধনের জন্য মুম্বই থেকে জম্মুতে উড়ে গিয়েছিলেন অক্ষয় কুমার। গত এপ্রিল মাসেই পহেলগাঁও সন্ত্রাসের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভূস্বর্গ। তবে সেই 'অভিশপ্ত সময়' কাটিয়ে উপত্যকা এখন অনেকটাই ঠান্ডা। পর্যটকরাও ভিড় জমাচ্ছে। এমন আবহে মঙ্গলবার ভূস্বর্গে পা রেখে বিপাকে খিলাড়ি কুমার। কেন?

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, অনুষ্ঠান শেষ করে ফিরতি পথে অক্ষয় কুমারের গাড়ি বাজেয়াপ্ত করে জম্মু-কাশ্মীরের ট্রাফিক পুলিশ। খবর প্রকাশ্যে আসতেই উপত্যকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পরে জানা যায়, ওই গাড়িতে অক্ষয় তখন ছিলেন না। সদ্য তাঁকে বিমানবন্দরে নামিয়ে গাড়িটি নির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছিল। কিন্তু রাস্তায় ট্রাফিক পুলিশের নজর পড়ে কালো কাচে ঢাকা গাড়ির দিকে। এরপরই সেই গাড়িটিকে ডোগরা চক এলাকায় থামানো হয়।

আসলে জম্মুর ট্রাফিক আইন অনুযায়ী, গাড়িতে কালো কাচ ব্যবহার করা যাবে না। ফলে অক্ষয় কুমারের বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগ ওঠে। যদিও এর জন্যে সরাসরি খিলাড়ি কুমার আইনি বিপাকে পড়েননি। জানা যায়, ওই সাদা এসইউভি গাড়িটি চণ্ডীগড়ের নম্বরে রেজিস্ট্রেশন করা। জনৈক ট্রাফিক পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আইন সকলের জন্যেই এক। এই গাড়ির কাচ কালো। এটা তো উপত্যকার আইন বিরুদ্ধ। জম্মুর রাস্তায় কোনও গাড়িতে কালো কাচ ব্যবহার করার নিয়ম নেই। তাই গাড়িটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" এদিকে অনুষ্ঠান করতে গিয়ে স্থানীয় ভাষায় কথা বলে জম্মুর মন জিতে নেন খিলাড়ি। অক্ষয়কে দেখতে ভিড় জমিয়েছিলেন উপত্যকার মানুষেরাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক খ্যাতনামা গয়না প্রস্তুতকারক সংস্থার নতুন শোরুম উদ্বোধনের জন্য মুম্বই থেকে জম্মুতে উড়ে গিয়েছিলেন অক্ষয় কুমার।
  • অনুষ্ঠান শেষ করে ফিরতি পথে অক্ষয় কুমারের গাড়ি বাজেয়াপ্ত করে জম্মু-কাশ্মীরের ট্রাফিক পুলিশ।
  • জম্মুর ট্রাফিক আইন অনুযায়ী, গাড়িতে কালো কাচ ব্যবহার করা যাবে না।
Advertisement