shono
Advertisement

Breaking News

Swarup Biswas

কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টা, অভিযোগ নিয়ে কী বক্তব্য স্বরূপ বিশ্বাসের?

কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে শনিবার থেকেই তোলপাড় স্টুডিওপাড়া।
Published By: Suparna MajumderPosted: 02:46 PM Sep 22, 2024Updated: 02:47 PM Sep 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় স্টুডিওপাড়া। ইতিমধ্যেই এ বিষয়ে সোচ্চার হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, দামিনী বেণী বসু, সুদীপ্তা চক্রবর্তীরা। এবার প্রতিক্রিয়া দিলেন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (FCTWEI) সভাপতি স্বরূপ বিশ্বাস।

Advertisement

এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে ফেডারেশন সভাপতির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাতেই তিনি জানান, অভিযোগের কথা শুনেছেন। বিষয়টি এখন 'সুরক্ষা বন্ধু' কমিটি দেখছে। পুরো বিষয়টি সম্পর্কে কমিটি যখন জানাবে, সেই তথ্যের উপর ভিত্তি করেই উপযু্ক্ত পদক্ষেপ নেওয়া হবে। গিল্ড-ফেডারেশনের গোপন আঁতাতের অভিযোগও উঠেছিল। সেই অভিযোগও নস্যাৎ করে দেন ফেডারেশন সভাপতি।

প্রাথমিকভাবে যা জানা গিয়েছে সেই অনুযায়ী কোনও কারণে শিল্পীকে সাসপেন্ড করা হয়েছিল। দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার পর সংগঠনের কাজে নিযুক্ত অনুমতি তাঁকে দেওয়া হয়েছিল। কিন্তু শিল্পী নিজে থেকে কোনও কাজ করতে পারবেন না, সেকথা লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ, দিনের পর দিন কাজ করতে না পেরে বিপুল ঋণে জর্জরিত হয়ে যান কেশসজ্জা শিল্পী। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য তিনি। চূড়ান্ত হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

রবিবার সকালে সংবাদ প্রতিদিন ডিজিটালকে ফোনে শিল্পীর মেয়ে জানান, এখনও ট্রমায় রয়েছেন তাঁর মা। হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সাতদিন বাদে আবার সেখানে নিয়ে যেতে হবে দেখাতে। হরিদেবপুর থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে, তার কিছু প্রসেসিং এখনও বাকি রয়েছে, শিল্পীকন্যা রবিবার গিয়ে তা করবেন। এদিকে শোনা যাচ্ছে, কেশসজ্জা শিল্পী নাকি একটু সুস্থ হয়ে আবারও কাজে যোগ দিতে পারবেন বলেই জানিয়েছেন। যে ছবিতে তাঁর কাজ কাজ করার কথা ছিল, সেই পরিচালকও চান, শিল্পীর সঙ্গে কাজ করতে। কিন্তু তার জন্য নাকি সংগঠনের ছাড়পত্র প্রয়োজন। যা এখনও পাননি শিল্পী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, অভিযোগের কথা শুনেছেন। বিষয়টি এখন 'সুরক্ষা বন্ধু' কমিটি দেখছে।
  • পুরো বিষয়টি সম্পর্কে কমিটি যখন জানাবে, সেই তথ্যের উপর ভিত্তি করেই উপযু্ক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
Advertisement