shono
Advertisement
Swastiak Mukherjee

একজন গ্রেপ্তার, বাকিরা জামিন পেয়ে গেল! ঠাকুরপুকুর দুর্ঘটনা নিয়ে প্রতিবাদ স্বস্তিকা, ঋদ্ধির

ঘটনায় জড়িয়ে পড়েছে আরও বেশ কয়েকজন অভিনেতার নামও।
Published By: Manasi NathPosted: 01:43 PM Apr 08, 2025Updated: 02:43 PM Apr 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের ঠাকুরপুকুর বাজারে আচমকাই ঝড়ের গতিতে ঢুকে পড়ে মদ্যপ পরিচালকের গাড়ি। কমপক্ষে পাঁচ-ছয় জনকে ধাক্কা মারে ঘাতক গাড়িটি। ইতিমধ্যেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং জখম আরেকজনের পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে রবিবার থেকেই টলিউড তোলপাড়! অভিযুক্ত পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসকে আদালত তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। বাকিরা অবশ্য জামিন পেয়েছেন ইতিমধ্যেই। ঘটনার জেরে ক্ষোভে ফুঁসছে টলিপাড়া। এবার সোশাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋদ্ধি সেন।

Advertisement

এর আগেও একাধিক ইস্যুতে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন স্বস্তিকা। এবারও ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনা কাণ্ডে মুখ খুলেছেন অভিনেত্রী। নিজের সোশাল মিডিয়ায় এক পোস্ট করে প্রশ্ন তুলেছেন, 'এতদিন জানতাম ড্রাঙ্ক ড্রাইভিং একটা অতিব সিরিয়াস ক্রাইম। ধরা পড়লে পুলিশ কোনও কথা শোনে না। কোনও রকম ক্ষমতা, পরিচিতি - আমি কে জানো, আমি কার ছেলে জানো - এই মার্কা এটিটিউড কাজ করে না। সোজা হাজতবাস। কলকাতায় নাকি পুলিশ এই নিয়ে খুবই কড়াকড়ি করে। তাই জানি এবং তাই দেখেছি। কড়া নাকাবন্দি, চেকিং, গাড়ি তে মহিলা থাকলেও কোনও আপোষ নয়। তাহলে এত মারাত্মক একটা ঘটনাতে সবাই কি করে বেল পেয়ে গেল ? যে মহিলা বাজার থেকে পালাল তাকে নাকি ধরা-ই হয়নি। সে কে ? তাকে ছেড়ে দেওয়া হল কেন ? একটা নো এন্ট্রি রাস্তায় ঢুকে একজন কে মেরে ফেললো, বাকি এতজন হাসপাতালে।'

 

তাঁর কথারই সুর শোনা গেল আরেক অভিনেতা-পরিচালক ঋদ্ধি সেনের পোস্টে। গোটা ঘটনার নিন্দা করে অভিনেতা লিখেছেন, 'স্রেফ একটা সিরিয়ালের টিআরপি বাড়ার জন্য কয়েকজন মানুষের ফুর্তির পরিণতি? একজন মানুষ সকালবেলা সংসারের জন্য বাজার করতে গিয়ে প্রাণ হারালেন । আকণ্ঠ মদ্যপান করে একজন গাড়ির স্টিয়ারিং ধরলেন,আর কিছু লোক সেটা জেনেও গাড়িতে উঠতে রাজি হলেন । তার পর একজন ধরা পড়ল, বাকিরা বেল পেয়ে গেল!'

 

প্রসঙ্গত, এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, তৃণা সাহা, সাহেব ভট্টাচার্য-সহ টলিপাড়ার অনেকেই। ঘটনায় নাম জড়িয়েছে এক চ্যানেলের কার্যনিবাহী প্রযোজক, অভিনেতা ঋতুপর্ণা সেন, আরিয়ান ভৌমিক, স্যান্ডি সাহার। ইউটিউবার স্যান্ডি আবার গোটা ঘটনা অস্বীকার করে নিজের সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন।

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবারের ঠাকুরপুকুর বাজারে আচমকাই ঝড়ের গতিতে ঢুকে পড়ে মদ্যপ পরিচালকের গাড়ি।
  • সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে রবিবার থেকেই টলিউড তোলপাড়!
  • এবার সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋদ্ধি সেন।
Advertisement