shono
Advertisement

Breaking News

Tamannaah Bhatia

রাধাকৃষ্ণের ফটোশুটে 'যৌন উসকানি'র অভিযোগ! ছবি ডিলিট করলেন তামান্না

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে।
Published By: Sandipta BhanjaPosted: 01:17 PM Sep 06, 2024Updated: 01:17 PM Sep 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি এক পোশাক বিপণন সংস্থার হয়ে রাধা সেজে ফটোশুট করিয়ে ছিলেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। জন্মাষ্টমীর সময়েই সেই বিশেষ ফটোশুটের ছবিগুলো সোশাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। যা দেখে রে-রে করে ওঠেন নেটপাড়ার নীতিপুলিশেরা। যার জেরে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিদ্ধ হতে হল তামান্না ভাটিয়াকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিতর্কের জেরে সেই ফটোশুটের সব ছবিই নিজের প্রোফাইল থেকে সরিয়ে নিতে বাধ্য হলেন অভিনেত্রী।

Advertisement

ডিজাইনার তোরানির সাম্প্রতিক 'লীলা' কালেকশন-এর প্রচারের জন্যই এই অভিনব ফটোশুট। যেখানে কৃষ্ণপ্রেমে মগ্ন রাধিকার ভূমিকায় তামান্নার রূপ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা। কিন্তু নেটপাড়ার একাংশের অভিযোগ, তামান্না ভাটিয়ার এহেন ফটোশুট যৌন উসকানিমূলক! কেন খোলামেলা পোশাক পরে রাধা সেজেছেন তামান্না? সেই প্রশ্ন তুলেই নেটপাড়ায় তামান্নাকে লাগাতার আক্রমণের মুখে পড়তে হয়। সেই ফটোশুটে রাধাকৃষ্ণের প্রেম তুলে ধরা হয়। নিন্দুকদের দাবি, এই ফটোশুটে রাধাকৃষ্ণে প্রেমে 'কামগন্ধে'র প্রদর্শন করা হয়েছে। এমনকী অভিযোগকারীদের তরফে একটি বিবৃতিও প্রকাশ্যে আসে। সেখানে তাঁদের অভিযোগ, "পণ্য বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কে যৌনতার রং লাগাবেন না! এত স্পর্ধা কোথা থেকে আসে আপনাদের?"

[আরও পড়ুন: এই দুর্গাপুজোয় নারীশক্তির জয়গান গাইবেন আলিয়া, ‘জিগরা’য় মারকাটারি নায়িকা]

বিতর্কের রোষে পড়ে সেই পোশাক বিপণন সংস্থার ফটোশুট সব মুছে ফেললেন তামান্না ভাটিয়া। যদিও সংস্থা বা অভিনেত্রীর তরফে কেই এই বিতর্ক নিয়ে কোনওরকম মুখ খোলেননি। উল্লেখ্য, সম্প্রতি স্ত্রী ২ ছবিতে আইটেম গানে মন জয় করে নিয়েছেন তামান্না। যা কিনা আপাতত নেটদুনিয়ায় ভাইরাল। সেই গানের প্রসঙ্গ টেনেও ওই রাধাকৃষ্ণ ফটোশুটের জেরে অভিনেত্রীকে অপমান করা হয়েছে।

[আরও পড়ুন: প্রথমবার সিরিজে ‘মহিষাসুরমর্দিনী’, উমা রূপে রাজনন্দিনীর লুক প্রকাশ্যে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কৃষ্ণপ্রেমে মগ্ন রাধিকার ভূমিকায় তামান্নার রূপ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা।
  • তবে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিদ্ধ হতে হল তামান্না ভাটিয়াকে।
  • বিতর্কের জেরে সেই ফটোশুটের সব ছবিই নিজের প্রোফাইল থেকে সরিয়ে নিলেন অভিনেত্রী।
Advertisement