সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে কালো স্বচ্ছ পোশাক। সাদা প্লাস্টিকের মতো সামগ্রী দিয়ে স্তন এবং নিতম্ব ঢাকা দেওয়ার চেষ্টা। তবে তাতে শেষরক্ষা হয়নি। সামান্য হাঁটলেই উঁকি দিচ্ছে স্তন ও নিতম্ব। পোশাক বিভ্রাটে নেটদুনিয়ায় হাসির খোরাক কাজলের বোন তানিশা।

গত রবিবার রাতে মুম্বইয়ের এক রেস্তরাঁয় কস্টিউম পার্টি ছিল। তাতে অংশ নেন হুমা কুরেশি, ওয়ামিকা গাব্বি এবং তানিশা-সহ আরও অনেকে। ওই অনুষ্ঠানে ঢোকার সময় যত কাণ্ড। কালো ম্যাক্সি ড্রেস পরে ঢোকার সময় ছবিশিকারীদের ক্যামেরাবন্দি হন তানিশা। পোশাক জুড়ে গোলাপ ফুল। তবে গোলাপ ফুলগুলি ঠিকমতো পোশাকে লাগানো ছিল না। ফাঁক দিয়ে কখনও দেখা যাচ্ছে স্তন আবার কখনও নিতম্ব।
তানিশার ছবি, ভিডিও সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ভাইরাল হয়ে যায়। পোশাক বিভ্রাটের ফলে যে বেশ অস্বস্তিবোধ হচ্ছে তানিশার, তা তাঁর হাঁটাচলাতেই স্পষ্ট। সোশাল মিডিয়াতেও উঠেছে সমালোচনার ঝড়। কেউ কেউ বলছেন, "পোশাক তো নয়। মনে হচ্ছে যেন প্লাস্টিক ব্যাগে করে সামগ্রী বয়ে নিয়ে যাচ্ছেন।" আবার কেউ লিখছেন, "সস্তার মেট গালা।" আবার কেউ লিখছেন, "দ্বিতীয় উরফি।" অনেকে আবার তানিশার পাশে দাঁড়িয়েছেন। বলছেন, "কোনও মহিলাকে পোশাক নিয়ে খোঁচা দেওয়া উচিত নয়।"
তানিশা বিখ্যাত অভিনেত্রী তনুজার মেয়ে। কাজলের বোন। গত ২০০৩ সালে বিনোদুনিয়ায় পা রাখেন। কয়েকটি ছবি করলেও, সাফল্যের ঝুলি প্রায় শূন্য। 'বিগ বস ৭' থেকে লাইমলাইটে আসেন তানিশা। আরেক প্রতিযোগী আরমান কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক চলে আসে শিরোনামে। তবে তারপর থেকে সেভাবে কোনও কাজ করতে দেখা যায়নি তানিশাকে।