shono
Advertisement
Abir Gulaal

ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদের 'আবির গুলাল', কেন্দ্রের নির্দেশে সিনেমায় কাঁচি!

শোকপ্রকাশ করেও চিঁড়ে ভেজেনি, মুক্তি আটকাল পাক অভিনেতার ছবির!
Published By: Sandipta BhanjaPosted: 03:02 PM Apr 24, 2025Updated: 03:19 PM Apr 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল, ৯ মে ভারতে 'আবির গুলাল' রিলিজ করবে। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসের জেরে পাকিস্তানি সুপারস্টার ফাওয়াদ খানকে বয়কটের ডাক ওঠে নেটপাড়াজুড়ে। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। ঘনিষ্ঠ সূত্রে খবর, তার জেরেই ভারতে 'আবির গুলাল' মুক্তি আটকাতে তৎপর তথ্য ও সম্প্রচার মন্ত্রক। 

Advertisement

বছর খানেক ধরেই ভারতীয় বিনোদুনিয়ায় পাকিস্তানী শিল্পীদের নিষিদ্ধ করে দিয়েছে সিনে সংগঠন। বিশেষ করে পুলওয়ামা কাণ্ডের পর থেকে এদেশে পাক তারকাদের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। সুপ্রীম কোর্টের রায়ে শাপমোচন ঘটলেও তার পর আর সেভাবে কোনও পাক শিল্পীকে এদেশের সিনেজগতে কাজ করতে দেখা যায়নি। তবে চলতি বছরের মে মাসেই বলিউড সিনেমা ‘আবির গুলাল’-এর হাত ধরে পাকিস্তানি সুপারস্টার ফাওয়াদ খানের ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যাবর্তন করার কথা ছিল। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসের পর সেই পরিকল্পনা বিশ বাঁও জলে!

এদিকে ভারতীয় সিনে সংগঠনের হুঁশিয়ারি এবং নেটপাড়াজুড়ে ফাওয়াদ খানকে বয়কটের ডাক ওঠার পরই অভিনেতাকে শোকবার্তা জ্ঞাপন করতে দেখা যায়। ফাওয়াদ তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘পহেলগাঁওয়ে এমন জঘন্য হামলার খবর শুনে, আমি গভীরভাবে দুঃখিত। এই ভয়ানক ঘটনার শিকার হতে হল যাঁদের, তাঁদের জন্য প্রার্থনা করছি এবং এই কঠিন সময়ে নিহতদের পরিবারের জন্য শক্তি এবং আরোগ্য কামনা করি।’ এর আগে ‘খুবসুরত’, করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘কাপুর অ্যান্ড সনস’-এর মতো বলিউড ছবিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান।

৯ বছরের বনবাস কাটিয়ে সবে বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। পয়লা এপ্রিলই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত বলিউড ছবি ‘আবির গুলাল’-এর ঝলক। যেখানে বাণী কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন পাকমুলুকের ‘হ্যান্ডসাম হিরো’। তবে সুদর্শন নায়কের ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যাবর্তনের খবরে তরুণীদের মনে হিল্লোল উঠলেও হুঁশিয়ারি দিয়েছিল রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পাক অভিনেতার সিনেমা মহারাষ্ট্রে রিলিজ করলে ‘দক্ষযজ্ঞ বাঁধবে’ বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিল ওই রাজনৈতিক দল। এবার পহেলগাঁও কাণ্ডের পর ফের একবার বলিউড সিনে সংগঠনের তরফে পাকশিল্পীকে বয়কটের ডাক ওঠে। তার জেরেই ভারতে আটকে গেল 'আবির গুলাল'-এর মুক্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে।
  • আর তার জেরেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ঘনিষ্ঠ সূত্র বলছে, ভারতে 'আবির গুলাল' মুক্তি আটকাতে তৎপর সংশ্লিষ্ট মন্ত্রক।
Advertisement