shono
Advertisement
Pahalgam Terror Attack

অগ্নিমূল্য কাশ্মীরের বিমানভাড়া, 'অসহায় মানুষগুলোকে নিংড়ে নে', ক্ষোভে ফুঁসছেন স্বস্তিকা

উত্তপ্ত পরিস্থিতিতে সুযোগ বুঝে যাত্রীদের 'কোপ' মারতে ব্যস্ত একাধিক বিমানসংস্থা।
Published By: Sandipta BhanjaPosted: 04:14 PM Apr 24, 2025Updated: 04:14 PM Apr 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তে রাঙা পহেলগাঁও। মঙ্গলবারের জঙ্গি হামলায় ভূস্বর্গ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। স্বাভাবিকভাবেই এমন উত্তপ্ত পরিস্থিতিতে কাশ্মীর ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা যে যাঁর রাজ্যে ফেরার জন্য উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। আর যাত্রীদের ফেরার হিড়িক দেখেই সুযোগ বুঝে তাঁদের পকেটে 'কোপ' মারতে ব্যস্ত একাধিক বিমানসংস্থা। শ্রীনগর থেকে কলকাতা হোক বা যে কোনও রাজ্যগামী টিকিটের দাম দেখে রীতিমতো ছ্যাঁকা লাগার জোগাড়! আর শোকের আবহে বিমানসংস্থারগুলির ব্যবসায়িক স্বার্থে এহেন মুনাফা তোলার নমুনা দেখে ক্ষুব্ধ স্বস্তিকা মুখোপাধ্যায়।

Advertisement

সোশাল মিডিয়ায় বিমানভাড়ার একাধিক স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল, এক বিমানসংস্থা শ্রীনগর থেকে দমদম ফেরার উড়ানের টিকিটের দাম রেখেছে ৩৫ হাজার। আবার কোনওটায় ৩৪ হাজার। কোনও বিমানসংস্থা আবার শ্রীনগর থেকে কলকাতামুখী বিমানের টিকিট ধার্য করেছে প্রায় ৩৫ হাজার। টিকিটের দামের নিরিখে সর্বনিম্ন ভাড়া ১৯ হাজার ৩৭১ টাকা। অগ্নিমূল্য বিমানভাড়া দেখে মাথায় হাত সেখানকার পর্যটকদের। যাত্রীদের কথা ভেবে প্রতিবাদে সরব স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী লিখেছেন, 'অসহায় মানুষগুলোকে নিংড়ে নে। এই তো সুযোগ।'

কাশ্মীরের সৌন্দর্যে বরাবরই মুগ্ধ ভ্রমণপিপাসুরা। হাতে একটু বেশি দিন ছুটি এবং টাকাপয়সা থাকলে কাশ্মীর বেড়াতে যাওয়ার কথাই প্রথম মাথায় আসে। এমনিও মার্চ থেকে মে মাস পর্যন্ত কাশ্মীরে পর্যটকের ভিড় তুলনামূলক বেশিই থাকে। এই সময়ে ধর্ম পরিচয় বেছে জঙ্গি হামলায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। রোমহর্ষক অভিজ্ঞতা সাক্ষী হওয়ার পর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কাশ্মীরই যেন হয়ে উঠেছে বিভীষিকা। তাই আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইছেন না পর্যটকরা। সে সুযোগে বিমানসংস্থাগুলি হু হু করে বাড়াচ্ছে টিকিটের দাম। কিন্তু প্রশ্ন উঠছে, বিপুল অঙ্কের টিকিট কেটে বাড়ি ফেরার সামর্থ্য রয়েছে আর ক’জনের? যদিও এয়ার ইন্ডিয়া এহং ইন্ডিগোর তরফে অতিরিক্ত বিমান চালানোর কথা ঘোষণা করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শ্রীনগর থেকে কলকাতা হোক বা যে কোনও রাজ্যগামী টিকিটের দাম দেখে রীতিমতো ছ্যাঁকা লাগার জোগাড়!
  • শোকের আবহে বিমানসংস্থারগুলির ব্যবসায়িক স্বার্থে এহেন মুনাফা তোলার নমুনা দেখে ক্ষুব্ধ স্বস্তিকা মুখোপাধ্যায়।
Advertisement