shono
Advertisement
Prosenjit Chatterjee

বইমেলার ভিড়ে চিঁড়েচ্যাপ্টা হয়েই প্রসেনজিৎকে সাষ্টাঙ্গে প্রণাম! কিশোরীর কান্না মুছিয়ে কাছে টানলেন 'কাকাবাবু'

কাজের মাধ্যমেই পদ্মশ্রী প্রাপ্তির আনন্দ উদযাপন 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।
Published By: Sandipta BhanjaPosted: 11:44 AM Jan 27, 2026Updated: 12:14 PM Jan 27, 2026

রবিবারই পদ্ম সম্মান প্রাপ্তির সুখবর এসেছে। সেই প্রেক্ষিতেই গত চব্বিশ ঘণ্টায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চার দশকের কেরিয়ারে দেরিতে হলেও বুম্বার পদ্মশ্রী প্রাপ্তিতে খুশির হাওয়া বাংলা সিনেপাড়ায়। তবে স্বীকৃতি এলেও কাজে বিরাম নেই অভিনেতার। 'কাকাবাবু'র জন্য আজ হল ভিলিজে ছুটছেন তো পরক্ষণেই আবার বইমেলায় কচিকাঁচাদের সময় কাটাচ্ছেন। আবার কখনও বা বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের সঙ্গে হইহই করে সাধারণতন্ত্র দিবস পালন করছেন। এমন আবহেই বইমেলা থেকে ভাইরাল মন ছুঁয়ে যাওয়া এক ভিডিও।

Advertisement

পদ্ম সম্মান পাওয়ার পর সম্প্রতি বইমেলায় গিয়েছিলেন প্রসেনজিৎ। সেখানেই হাতের নাগালে 'কাকাবাবু'কে পেয়ে ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। ভিড়ের মধ্যে কেউ সেলফি তোলার জন্য হাত বাড়িয়েছেন তো কেউ বা আবার 'ইন্ডাস্ট্রি'কে একটু ছুঁয়ে দেখার জন্য কাকুতি-মিনতি শুরু করেন। একাংশ আবার কেনা বইয়ে 'কাকাবাবু'র সই করানোর জন্য আবদার জানাচ্ছিলেন। এমন সময়েই এক কিশোরী আচমকা ভিড়ের ফাঁক গলে ঢিপ করে প্রসেনজিতের পায়ে মাথা ছোঁয়ায়। প্রিয় তারকার সান্নিধ্য পাওয়ায় তখন তার চোখ থেকে অঝোর অশ্রুধারা ঝরছে। সাষ্টাঙ্গে প্রণামরত ওই খুদে ভক্তকে দেখে নিজেই হাত ধরে ওঠালেন বুম্বা। তার পর চোখের জল মুছিয়ে বুকে টেনে নিলেন। আর সেই মর্মস্পর্শী ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে নেটভুবনে দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে। যা দেখে অনুরাগীদের মন্তব্য, প্রিয় 'বুম্বাদা' আবারও প্রমাণ করলেন কেন তিনি বাংলা সিনেদর্শকদের মনের রাজা।

সদ্য ২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেয়েছে 'বিজয়নগরের হীরে'। কাকাবাবু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এবারের রহস্য উন্মোচনের প্রেক্ষাপট হাম্পি। বলিউডের 'বর্ডার ২' দাপটের মাঝেও সদলবলে সগৌরবে প্রেক্ষাগৃহ আলো করে রেখেছেন 'রাজা রায়চৌধুরী'। এমন আবহেই বইমেলার মিষ্টি ভিডিও মন জয় করল অনুরাগীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement