সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিংবদন্তি সুরকার। রাজ্যসভার সদস্য। এহেন ইলাইয়ারাজাকে মন্দিরের গর্ভগৃহে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। রবিবার এমন খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ৮১ বছরের শিল্পী। সত্যিটা জানালেন এক্স হ্যান্ডেলের মাধ্যমে।
নিজের সঙ্গীতায়োজনে তৈরি 'দিব্য পসুরম' গানের জন্য পুজো দিতে তামিলনাড়ুর শ্রীভিল্লিপুতুর অন্দাল মন্দিরে গিয়েছিলেন ইলাইয়ারাজা। কড়া নিরাপত্তার বেষ্টনীতে তাঁকে মন্দিরে নিয়ে যাওয়া হয়। এর মধ্যেই রটে যায়, প্রবীণ সুরকারকে মন্দিরের গর্ভগৃহে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। ইলাইয়ারাজা দলিত সম্প্রদায়ের বলেই কি এমন আচরণ? এই প্রশ্ন উঠতে থাকে।
এই প্রশ্নের জবাবই এক্স হ্যান্ডেলে দিয়েছেন ইলাইয়ারাজা। কিংবদন্তি শিল্পী জানিয়েছেন, যা রটনা তা মোটেও ঘটনা নয়। নিজের ভেরিফায়েড প্রোফাইলে তিনি লিখেছেন, 'আমাকে নিয়ে কিছু মানুষ ভুয়ো খবর ছড়াচ্ছেন। আমি নিজের আত্মসম্মান নিয়ে আপস করার পাত্র নই, তা সে যেখানেই হোক আর যখনই হোক। আমি কোনওভাবেই আপস করি না। যা হয়নি তা নিয়েই খবর করা হচ্ছে। জনগণ ও অনুরাগীদের এমন খবরে বিশ্বাস করা উচিত নয়।'
উল্লেখ্য়, হাজারেরও বেশি সিনেমায় সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন ইলাইয়ারাজা। সাত হাজারেরও বেশি গানে সুর সাজিয়েছেন তিনি। অন্তত ২০ হাজার কনসার্ট করেছেন সারা বিশ্বে। একাধিক জাতীয় পুরস্কার রয়েছে শিল্পী ঝুলিতে। ২০২২ সাল থেকে রাজ্যসভার সদস্য ইলাইয়ারাজা। চলতি বছরের মার্চ মাসে তাঁর বায়োপিক তৈরির কথা ঘোষণা করা হয়। ছবির নাম তাঁর নামেই রাখা হয়েছে, 'ইলাইয়ারাজা'।