সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্মীবারে হাতে এল এই সপ্তাহের টিআরপি তালিকা। এই সপ্তাহেও নিজের জায়গা ধরে রাখল 'পরশুরাম আজকের নায়ক'। তবে এই সপ্তাহে সকলের নজর ছিল বিতর্কিত ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'র দিকে। জীতু-দিতিপ্রিয়ার ধারাবাহিক এই সপ্তাহে বেশ ভালো ফল করেছে। শুধু তাইই নয় জায়গা পেয়েছে প্রথম পাঁচের মধ্যে।
এই সপ্তাহে প্রথমস্থানে জায়গা করে নিয়েছে 'ইন্দ্রজিৎ-তৃণার ধারাবাহিক 'পরশুরাম আজকের নায়ক', পেয়েছে ৭.১ রেটিং। দ্বিতীয়স্থানে রয়েছে 'রাঙ্গামতী তীরন্দাজ, পেয়েছে ৬.৯ রেটিং। তৃতীয় স্থানে রয়েছে ৬.৫ রেটিং নিয়ে 'রাজরাজেশ্বরী রানি ভবানী'। চতুর্থস্থানে রয়েছে 'পরিণীতা'। এই সপ্তাহে এই ধারাবাহিক পেয়েছে ৬.৩ রেটিং। পঞ্চমস্থানে জায়গা করে নিয়েছে সেই বিতর্কিত ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমারা'। পেয়েছে ৬.১ রেটিং।
টিআরপি তালিকার ষষ্ঠস্থানে রয়েছে ধারাবাহিক 'ও মোর দরদিয়া', পেয়েছে ৬.১ রেটিং। সপ্তমস্থানে রয়েছে যৌথভাবে জগদ্ধাত্রী ও জোয়ার ভাঁটা, পেয়েছে ৫.৮ রেটিং। অষ্টমস্থানে রয়েছে 'চিরসখা', পেয়েছে ৫.৭ রেটিং। ৫.৫ রেটিং নিয়ে নবমস্থানে রয়েছে এই সপ্তাহে যথাক্রমে দু'টি ধারাবাহিক 'আমাদের দাদামণি' ও 'ফুলকি'। পেয়েছে ৫.৫ রেটিং। দশমস্থানে রয়েছে ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি', পেয়েছে ৫.৪ রেটিং। এই প্রথম 'জগদ্ধাত্রী'কে ছাপিয়ে যেতে পেরেছে রণিতা দাশের ধারাবাহিক 'ও মোর দরদিয়া'।
