shono
Advertisement
Ardhangini

'নতুন ছায়াছবি শুরু', 'অর্ধাঙ্গিনী'র সিক্যুয়েলের শুভ মহরতের খবর দিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়

একটু একটু করে এগোচ্ছে 'অর্ধাঙ্গিনী'র সিক্যুয়েল তৈরির কাজ।
Published By: Arani BhattacharyaPosted: 08:34 PM Jun 14, 2025Updated: 08:34 PM Jun 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'অর্ধাঙ্গিনী'র সিক্যুয়েল আসতে চলেছে। সোশাল মিডিয়ায় গত মে মাসের এক রবিবারে নতুন ছবি আসার ইঙ্গিত দিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর সেই পোস্টের পরেই ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও আগামী কাজের সুখবর দিয়েছিলেন সোশাল মিডিয়াতে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো খুশি হয়েছিলেন সিনেপ্রেমীরা। খুব তাড়াতাড়ি সেই ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন পরিচালক। আর সেই মতোই একটু একটু করে এগোচ্ছে 'অর্ধাঙ্গিনী'র সিক্যুয়েল তৈরির কাজ।

Advertisement

শনিবার নিজের ইনস্টাগ্রাম পেজে 'অর্ধাঙ্গিনী'র সিক্যুয়েল 'আজও অর্ধাঙ্গিনী' ছবির শুভ মহরতের একটি ছবি পোস্ট করেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সেই পোস্টে তিনি লেখেন, "নতুন ছায়াছবি শুরু। নাম 'আজও অর্ধাঙ্গিনী'। আপনাদের শুভকামনা ও ভালোবাসা আমাদের প্রেরণা"। একই ক্যাপশন দিয়ে এদিন পরিচালকের পাশাপাশি অভিনেত্রী জয়া আহসানও এই ছবির সঙ্গে তাঁর নতুন পথচলা শুরু হওয়ার কথা জানিয়েছেন। হাতে ক্ল্যাপস্টিক নিয়ে অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম পেজে। পরেছেন তাঁর বরাবরের পছন্দের জামদানি। একটি সাদা ও নীল রঙে কাজ করা জামদানিতে এদিন সেজেছিলেন অভিনেত্রী। হাতে একগুচ্ছ কাজ নিয়ে এসেছেন কলকাতায়।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের বাস্তব জীবনের 'অর্ধাঙ্গিনী' চূর্ণী গঙ্গোপাধ্যায় আগের ছবির মতোই এই ছবিতে থাকবেন শুভ্রা চরিত্রে। নতুন ছবিতে মেঘনা, সুমন ও শুভ্রার সম্পর্ক নাকি আরও জোরালো হতে চলেছে তা সংবাদমাধ্যমকে আগেই জানিয়েছিলেন পরিচালক। এর আগে এই ছবিতে সিংহভাগ জুড়ে ছিল সম্পর্কের টানাপোড়েন। এবারে নাকি সেই সম্পর্কের মধ্যে আসবে অনেক পরিবর্তন। ১৫ জুন থেকে শুরু হবে ছবির শুটিং। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার নিজের ইনস্টাগ্রাম পেজে 'অর্ধাঙ্গিনী'র সিক্যুয়েল 'আজও অর্ধাঙ্গিনী' ছবির শুভ মহরতের একটি ছবি পোস্ট করেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
  • য়া আহসানও এই ছবির সঙ্গে তাঁর নতুন পথচলা শুরু হওয়ার কথা জানিয়েছেন। হাতে ক্ল্যাপস্টিক নিয়ে অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম পেজে।
  • কৌশিক গঙ্গোপাধ্যায়ের বাস্তব জীবনের 'অর্ধাঙ্গিনী' চূর্ণী গঙ্গোপাধ্যায় আগের ছবির মতোই এই ছবিতে থাকবেন শুভ্রা চরিত্রে।
Advertisement