shono
Advertisement

Breaking News

Kanchan-Sreemoyee

ঠোঁটে ঠোঁট রেখে কাঞ্চন-শ্রীময়ীর ভেজা চুমু, ছবি ভাইরাল হতেই সরগরম নেটপাড়া!

প্রেমমাখা মুহূর্ত ফের সোশাল মিডিয়ায় শেয়ার করে চর্চায় কাঞ্চন-শ্রীময়ী।
Published By: Arani BhattacharyaPosted: 01:34 PM Nov 16, 2025Updated: 01:41 PM Nov 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার চর্চিত জুটি তাঁরা। কথা হচ্ছে কাঞ্চন-শ্রীময়ীর। সম্পর্ক-বিয়ে থেকে সন্তানের জন্ম সবকিছু নিয়েই বারবার আলোচনার শীর্ষে উঠে এসেছে এই জুটি। তবে নানা মুনির নানা মত থাকলেও তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন তাঁরা। নিজেদের ভালো লাগার বিষয় উপভোগ করা, নিজেদের মতো সময় কাটানোর মতো বিষয়কেই গুরুত্ব দিয়ে এসেছেন বরাবর তাঁরা। ঠিক সেভাবেই নিজেদের প্রেমমাখা মুহূর্ত ফের সোশাল মিডিয়ায় শেয়ার করে চর্চায় তাঁরা।

Advertisement

শনিবার, সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন কাঞ্চন-শ্রীময়ী। সেখানে দেখা যায় বিছানায় সাদা রোব পরে পাশাপাশি শুয়ে আছেন তাঁরা। হাসিমুখে, একে ওপরের দিকে তাকিয়ে আছেন তাঁরা। আর যে ছবি নিয়ে সবথেকে বেশি চর্চা তা হল কাচের জানলার ওপারে স্কাইলাইনে ফুটে ওঠা তাঁদের প্রতিবিম্ব। যেখানে দেখা যাচ্ছে ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড ভাঙতে ব্যস্ত তাঁরা। ক্যাপশনে লিখেছেন, 'ভালোবাসা কোনও গণ্ডি মানে না'। ছবিগুলি ও তার ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে কোনও এক পাঁচতারা হোটেলেই দম্পতির একান্তে কাটানো মুহূর্তই ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়।.আর তা ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। সেখানে চোখ রাখলেই দেখা যাচ্ছে নানা মুনির নানা মত।

 

কেউ লিখেছেন, 'এটা কি দ্বিতীয় হানিমুন?', কেউ আবার লিখেছেন, 'কেন সোশাল মিডিয়াতে এই ছবি পোস্ট করেছেন?', কারও আবার মত, 'ভালো আছেন সেতা বোঝানোর চেষ্টা করছেন এভাবে? এগুলো নাম করলেও চলে।' উল্লেখ্য, ২০২৪ সালের ৬ মার্চ শ্রীময়ীর সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন। বয়সের বিস্তর ফারাক তাঁদের। বিয়ের সময় কাঞ্চন ৫৩ বছর বয়সী, অন্যদিকে শ্রীময়ী ছিলেন ২৭ বছরের। বয়সের এই ফারাক নিয়েও নানা প্রশ্ন উঠেছে। তার পাশাপাশি কীভাবে বিবাহিত হওয়ার পরও কাঞ্চনকে বিয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীময়ী সেই নিয়েও প্রশ্ন তুলেছে নেটপাড়ার একাংশ। যদিও কখনওই কিছু গায়ে মাখতে নারাজ তাঁরা দু'জন সন্তান কৃষভিকে নিয়ে শুধুই চুটিয়ে সংসার করতে ব্যস্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার, সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন কাঞ্চন-শ্রীময়ী।
  • সেখানে দেখা যায় বিছানায় সাদা রোব পরে পাশাপাশি শুয়ে আছেন তাঁরা।
  • আর যে ছবি নিয়ে সবথেকে বেশি চর্চা তা হল কাচের জানলার ওপারে স্কাইলাইনে ফুটে ওঠা তাঁদের প্রতিবিম্ব।
Advertisement