shono
Advertisement
Sourav Ganguly's Biopic

সৌরভের বায়োপিকে ডোনার ভূমিকায় টলিউড অভিনেত্রী! রাজকুমার রাওয়ের বিপরীতে কাকে দেখা যাবে?

মুম্বইয়ের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া শহরে পা রাখতেই গুঞ্জন তুঙ্গে!
Published By: Sandipta BhanjaPosted: 11:18 AM Apr 05, 2025Updated: 11:18 AM Apr 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেপর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবন, কবে আসছে? সেই প্রশ্ন আজকের নয়, বিগত দু'-তিন বছর ধরেই দর্শকদের কৌতূহল, উৎকণ্ঠার অন্ত নেই। 'প্রিন্স অফ ক্যালকাটা'র ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে। এই বায়োপিকের জন্য নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন অভিনেতা। কিন্তু স্ত্রী ডোনার ভূমিকায় থাকছেন কোন নায়িকা? কৌতূহল দীর্ঘদিনের। সৌরভকন্যা সানা গঙ্গোপাধ্যায় অবশ্য তৃপ্তি দিমরিকে বেছে নিলেন 'পর্দার মা' হিসেবে। কিন্তু মহারাজের বায়োপিকে নায়িকা নির্বাচনে এবার ট্যুইস্ট!

Advertisement

কীরকম? সদ্য কলকাতায় পা রেখেছিলেন মুম্বইয়ের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। পার্পল মুভি টাউনের কর্ণধার প্রীতিময় চক্রবর্তীর উদ্যোগে 'রক্তবীজ ২'-এর সেটে হাজির ছিলেন তিনি। সেখান থেকেই জল্পনার সূত্রপাত, টলিপাড়ার তারকাদের সঙ্গে নাকি কাজ করতে চাইছেন মুকেশ। প্রসঙ্গত, কলকাতার অনেক অভিনেতা, অভিনেত্রীই বর্তমানে টলিপাড়ার পাশাপাশি মুম্বইতে সমান তালে কাজ করছেন। সেই তালিকায় যেমন শাশ্বত চট্টোপধ্যায়, যিশু সেনগুপ্ত, টোটা রায়চৌধুরিরা রয়েছেন, তেমনই স্বস্তিকা মুখোপাধ্যায়ও। এবার টলিপাড়ার অন্দরমহলে কানাঘুষো শোনা গেল, সৌরভের বায়োপিকে নায়িকা হিসেবে নাকি প্রাথমিক পর্যায়ে মিমি চক্রবর্তী এবং ইশা সাহার নাম উঠে আসছে। ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে মুম্বইয়ের কাস্টিং ডিরেক্টর নাকি ভরসা রাখছেন বাঙালি অভিনেত্রীর উপরই। যদিও চূড়ান্তভাবে এখনও কিছু ঠিক হয়নি, তবে গুঞ্জনে সিলমোহর পড়ে কিনা, নজর থাকবে সেদিকে।

উল্লেখ্য, স্বনামধন্য নৃত্যশিল্পী তথা সৌরভপত্নীর চেহারায় আদ্যোপান্ত বাঙালিয়ানা। যার সঙ্গে তৃপ্তি দিমরির কোনও মিল নেই! আর সেই প্রেক্ষিতেই সম্ভবত নায়িকার খোঁজে শহরে পদার্পণ মুকেশ ছাবড়ার। এদিকেস, মিমি এবং ইশা, দু'জনেই বেশ দক্ষ অভিনেত্রী। ফলত মহারাজের বায়োপিকে যদি তাঁদের কোনও একজন নির্বাচিত হন ডোনার চরিত্রে, তাহলে যে মন্দ হবে না, হলফ করে বলা যায়। এবার অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে কবে সেই শুভ কাজ সারেন? নজর থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সদ্য কলকাতায় পা রেখেছিলেন মুম্বইয়ের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।
  • পার্পল মুভি টাউনের কর্ণধার প্রীতিময় চক্রবর্তীর উদ্যোগে 'রক্তবীজ ২'-এর সেটে হাজির ছিলেন তিনি।
  • টলিপাড়ার অন্দরমহলে কানাঘুষো শোনা গেল, সৌরভের বায়োপিকে নায়িকা হিসেবে নাকি প্রাথমিক পর্যায়ে মিমি চক্রবর্তী এবং ইশা সাহার নাম উঠে আসছে।
Advertisement