shono
Advertisement

Breaking News

Tollywood News

পিছিয়ে ছিল মুক্তির দিন, কবে পর্দায় প্রত্যাবর্তন 'কাকাবাবু' প্রসেনজিতের?

শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল ছবি মুক্তির দিন।
Published By: Arani BhattacharyaPosted: 06:18 PM Nov 14, 2025Updated: 06:18 PM Nov 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়পর্দায় প্রত্যাবর্তন ঘটছে 'কাকাবাবু'র। ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে সুনীল গঙ্গোপাধায়্যের জনপ্রিয় উপন্যাস উঠে এসেছিল রুপোলি পর্দায়। 'কাকাবাবু' চরিত্রে দর্শককে তাক লাগিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে দোসর 'সন্তু'র চরিত্রে অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক। 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'বিজয়নগরের হীরে' এই শীতে আসছে বড়পর্দায়। তবে এবার আর সৃজিত মুখোপাধ্যায় নন পরিচালকের আসনে রয়েছেন চন্দ্রাশিস রায়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল ছবি মুক্তির দিন।

Advertisement

নতুন বছরে মুক্তি পাবে 'বিজয়নগরের হীরে'। ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। এসভিএফ ও এন আইডিয়াজ ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন'র প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবি। ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবিতেও 'কাকাবাবু' ও 'সন্তু' চরিত্রে ফের দর্শক দেখতে পাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আরিয়ান ভৌমিককে। তবে সন্তু ছাড়াও এবার কাকাবাবুর দোসর হবে জোজো, রিঙ্কু ও রঞ্জনাও।

বলে রাখা ভালো, প্রথমে 'বিজয়নগরের হীরে' ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল বড়দিনেই। কিন্তু সাম্প্রতিককালে টলিউডে ছবি মুক্তি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পর বড়দিনে এই ছবি মুক্তি স্থগিত করা হয়। তার পরিবর্তে নির্ধারিত হয় ২৩ জানুয়ারি এই ছবি মুক্তির দিন হিসেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরে মুক্তি পাবে 'বিজয়নগরের হীরে'।
  • ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।
  • এসভিএফ ও এন আইডিয়াজ ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন'র প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবি।
Advertisement