সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভোটের (US Presidential Election 2024) ফল ঘোষণা হওয়ার আগে থেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের 'ক্যুইন' কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রাম্পকে 'টোটাল কিলার' আখ্যা দিয়েছেন মাণ্ডির বিজেপি সাংসদ। আবার কমলা হ্যারিসের হারের আসল কারণও খুঁজে বের করেছেন তিনি।
চলতি বছরের জুলাই মাসে পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী জনসভা করছিলেন ট্রাম্প। আচমকাই হামলা চালায় বন্দুকবাজ। বুলেট রিপাব্লিকান নেতার কানের উপরের অংশ ছুঁয়ে বেরিয়ে যায়। কান কেটে রক্ত বেরোতে থাকে। সেই সময়ের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কঙ্গনা লেখেন, 'আমি যদি আমেরিকান হতাম তাহলে এই গুলিবিদ্ধ মানুষটাকেই ভোট দিতাম, যিনি উঠে দাঁড়িয়ে নিজের ভাষণ সম্পূর্ণ করেছিলেন। টোটাল কিলার।'
প্রসঙ্গত, মার্কিন নির্বাচনের গণনা সম্পূর্ণ না হলেও ইতিমধ্যে রিপাবলিকান প্রার্থীর জয় নিশ্চিত হয়ে গিয়েছে। ম্যাজিক ফিগার ২৭০ ছুঁয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত ২২৪টি আসন দখল করছেন কমলা হ্যারিস। দ্বিতীয়বার ক্ষমতায় আসা নিশ্চিত হতেই শুভেচ্ছা বন্যায় ভাসছেন ট্রাম্প। ফ্লরিডার পাম বিচে প্রথম বিজয়-ভাষণও দিয়েছেন তিনি।
কিন্তু কমলা হ্যারিসের হারের কারণে কী? তাও সোশাল মিডিয়ার মাধ্যমেই জানিয়েছেন কঙ্গনা। ডেমোক্র্যাট প্রার্থীর ভোট কমার জন্য তিনি জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরো, বিয়ন্সে, বিলি আইলিশ, টেলর সুইফটের মতো তারকাদের দায়ি করেছেন। তাঁদের ছবি কমলার সঙ্গে শেয়ার করে বিজেপির তারকা সাংসদ লিখেছেন, "জানেন কমলার রেটিং এত তাড়াতাড়ি কেন কমে গেল? যখন এই জোকাররা তাঁকে সমর্থন করল মানুষ ভাবল তিনি এই সমস্ত মানুষদের সঙ্গে থাকেন তাই অত্যন্ত তুচ্ছ, চটকপ্রিয় এবং একেবারেই বিশ্বাসযোগ্য নয়।"