shono
Advertisement

Breaking News

Bonny Sengupta

সিনেমায় কাজ নেই, সিরিয়াল করছেন? ভুয়ো তথ্য ছড়াতেই মাঠে বনি সেনগুপ্ত

বনির কথায় টেলিপর্দার শিল্পীরা অপমানিত? বিতর্কে মুখ খুললেন অভিনেতা।
Published By: Sandipta BhanjaPosted: 03:49 PM Nov 06, 2024Updated: 03:49 PM Nov 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব...', বনি সেনগুপ্তর (Bonny Sengupta) এক সাক্ষাৎকারের এহেন মন্তব্য নিয়েই সোশাল মিডিয়া তোলপাড়। ভাইফোঁটার দিন থেকেই অভিনেতাকে ঘিরে নানা পোস্ট। প্রতিবাদে সরব ছোটপর্দার তারকারাও। বনি কি আদতেই টেলিপর্দার শিল্পীদের ছোট করেছেন এহেন মন্তব্যে? প্রশ্ন সর্বত্র! বিতর্ক বাড়তেই এবার ভুয়ো খবর নিয়ে মুখ খুললেন অভিনেতা খোদ।

Advertisement

অভিনেতা বর্তমানে ওড়িশায় রয়েছেন একটি ওড়িয়া ছবির শুটিংয়ে। বুধবার সেখান থেকেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় ধোঁয়াশা পরিষ্কার করে দিলেন বনি সেনগুপ্ত। তাঁর মন্তব্য, "একটা ভুল খবর ছড়িয়েছে। সেইজন্যই ভিডিওটা করতে বাধ্য হলাম। আমি নাকি বলেছি, যাঁরা সিরিয়াল করেন, তাঁদের অবস্থা নাকি খারাপ! আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব। কথাটা কাউকে ছোট করার অভিপ্রায় কিন্তু বলিনি। আমার কাছে এক সাংবাদিকের ফোন আসে। তিনি জানতে চান, আমি ধারাবাহিকে অভিনয় করছি কিনা? তাঁকে জানাই যে, আমি কোনও সিরিয়ালে অভিনয় করছি না। এরপর আমার ফ্যানক্লাবের তরফে পোস্ট করা একটি স্ক্রিনশট পাঠানো হয়। যেখানে লেখা- আমি নাকি কারও সঙ্গে ধারাবাহিকে স্ক্রিন শেয়ার করছি। কারণ 'খাদান' সিনেমা না করার পর আমার নাকি কোনও কাজ নেই। শেষমেষ আমাকে ধারাবাহিকে অভিনয় করতে হচ্ছে! যেটা সর্বৈব ভুয়ো খবর। সেই পোস্ট দেখে আমার খারাপ লাগে। ওই সাংবাদিককে জানাই, আমার এতটাও খারাপ অবস্থা নয় যে কারওর সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমাকে সিরিয়াল করতে হবে। আমি সেই অর্থে আমার খারাপ লাগা থেকে মন্তব্যটা করি। সেটা কোনওভাবে বিকৃত হয়ে সকলের কাছে ভুল বার্তা হিসেবে পৌঁছেছে। আমি মোটেই ধারাবাহিকে অভিনয় করাকে খারাপ বলিনি। সেটা স্পষ্ট করার জন্যই এই ভিডিও।"

ওই ভিডিও বার্তায় বনি সেনগুপ্তর সংযোজন, "সিরিয়ালে যাঁরা অভিনয় করেন, তাঁদের এই কথাটা খারাপ লেগেছিল জানি। তবে আমি কথাটা সেভাবে বলিনি। আমি ছোট থেকেই সিনেমা এবং অভিনয়ের পরিবেশে বড় হয়েছি। সেখান থেকে কোনওভাবেই অভিনয় পেশাটাকে খারাপ বলতে পারি না। যাঁরা আমার কাছে মানুষ তাঁরা জানেন, আমি ওই ধরনের মানুষ নই যে, কাউকে ছোট করে বা কোনও পেশাকে ছোট করে কথা বলব।" উল্লেখয, বনি আদ্যোপান্ত ফিল্মি পরিবারের। বাবা অনুপ সেনগুপ্ত জনপ্রিয় পরিচালক, মা পিয়া সেনগুপ্ত অভিনেত্রী। বনি নিজেও টলিউড তারকা। ভুয়ো খবর রটায় বিতর্ক বাড়তেই তাই বিষয়টি খোলসা করে দিলেন নিজে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বনি সেনগুপ্ত কি আদতেই টেলিপর্দার শিল্পীদের ছোট করেছেন এহেন মন্তব্যে? প্রশ্ন সর্বত্র!
  • বিতর্ক বাড়তেই এবার ভুয়ো খবর নিয়ে মুখ খুললেন অভিনেতা খোদ।
  • সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় ধোঁয়াশা পরিষ্কার করে দিলেন বনি সেনগুপ্ত।
Advertisement