shono
Advertisement
PM Modi

গ্যারান্টার ছাড়াই পড়ুয়াদের ১০ লক্ষ টাকা ঋণ, সুদেও ছাড়! মমতার মতোই 'ছাত্রদরদী' মোদি

আর কী রয়েছে প্রধানমন্ত্রীর নয়া প্রকল্পে?
Published By: Paramita PaulPosted: 05:59 PM Nov 06, 2024Updated: 05:59 PM Nov 06, 2024

সোমনাথ রায়, নয়াদিল্লি: বাংলার দেখানো পথে হাঁটল কেন্দ্র। বাংলায় মমতা বন্দ্য়োপাধ্যায়ের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুকরণে কেন্দ্রে চালু হল পিএম বিদ্যালক্ষ্মী যোজনা। এবার পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করল মোদি সরকার। কী রয়েছে প্রধানমন্ত্রীর নয়া প্রকল্পে?

Advertisement

জানা গিয়েছে, উচ্চশিক্ষায় পড়ুয়াদের যাতে আর্থিক সমস্যায় পড়তে না হয়, তার জন্য এই প্রকল্প। বার্ষিক ৮ লক্ষের নিচে আয় করা পরিবারের সন্তানদের উচ্চতর শিক্ষার জন্য কোনও কো-ল্যাটারাল ও গ্যারান্টার ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা মিলবে। সুদে মিলবে ৩ শতাংশ ছাড়। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত পরিবারের বার্ষিক আয় সাড়ে ৪ লক্ষ টাকা তাদের ক্ষেত্রে পুরো 'ইন্টারেস্ট সাবভেনশন'। অর্থাৎ ঋণগ্রহীতাকে সুদ দিতে হবে না। ব্যাঙ্কের সেই সুদ মেটাবে কেন্দ্র। ঋণের আবেদন জানানো যাবে ডিজিটাল মাধ্যমে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, "এই প্রকল্পে ঋণ পেতে গেলে জামিনদার বা গ্যারান্টার লাগবে না। প্রধানমন্ত্রী চান, কোনও মেধাবী পড়ুয়া যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়।" উল্লেখ্য, তৃতীয়বার ক্ষমতায় ফেরার পরই রাজ্যের দরিদ্র পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণের জন্য চালু করেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড।

রাজ্যের এই প্রকল্প অনুযায়ী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকলে উচ্চশিক্ষার জন‌্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পান পড়ুয়ারা। পড়ুয়া চাইলে ২ লক্ষ টাকা ঋণ নিতে পারে, আবার ১০ লক্ষও ঋণ নিতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা হল, এই ঋণের ক্ষেত্রে রাজ্য সরকারই গ্যারান্টার। সুদের একটা বড় অংশও দেয় রাজ্য সরকার। যার ফলে পড়ুয়ারা অনেক কম সুদে ঋণের সুবিধা পায়। রাজ্যের বহু পড়ুয়া এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলার দেখানো পথে হাঁটল কেন্দ্র।
  • বাংলায় মমতা বন্দ্য়োপাধ্যায়ের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুকরণে কেন্দ্রে চালু হল পিএম বিদ্যালক্ষ্মী যোজনা।
  • এবার পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করল মোদি সরকার।
Advertisement