shono
Advertisement
Pahalgam Terror Attack

'পাকিস্তানিদেরই দেখভাল করতে পারে না, কাশ্মীর নিয়ে কী করবে?', শাহবাজকে বিদ্রুপ বিজয়ের!

'কাশ্মীর ভারতের আর কাশ্মীরিরা আমাদের', সাফ কথা বিজয় দেবেরাকোন্দার।
Published By: Sandipta BhanjaPosted: 04:35 PM Apr 28, 2025Updated: 05:30 PM Apr 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর তুমি কার? দীর্ঘ কয়েক দশক ধরে এই ইস্যুতে ভারত-পাক টানাপোড়েনে উত্তপ্ত ভূস্বর্গ। এবার পহেলগাঁও হামলার পর পাকিস্তান সরকারকে নিয়ে কড়া কথা বিজয় দেবেরাকোন্দার (Vijay Deverakonda)। দক্ষিণাত্যভূমের তারকার সাফ কথা, "কাশ্মীর ভারতের আর কাশ্মীরিরা আমাদের।"

Advertisement

পহেলগাঁও সন্ত্রাসের (Pahalgam Terror Attack) জেরে ফের নতুন করে অশান্ত ভূস্বর্গ। দিন কয়েক পার হলেও থমথমে কাশ্মীর। সৌন্দর্যের বর্ণনা ভুলে ‘প্রাণহীন’ ভূস্বর্গের বাতাসে এখন শুধুই আতঙ্ক আর হাহাকার। এমন উত্তপ্ত পরিস্থিতিতেই দেশবাসীকে একজোট হওয়ার বার্তা দিলেন বিজয় দেবেরাকোন্দা। হায়দরাবাদে নিজের ছবির প্রচারে গিয়ে পহেলগাঁও কাণ্ড নিয়ে সুর চড়িয়েছেন দক্ষিণী অভিনেতা। বলা ভালো, সরাসরি ইসলামাবাদকে বিদ্রুপ করেছেন বিজয়। তাঁর মন্তব্য, "পাকিস্তান তো নিজের দেশের লোকজনদেরই দেখভাল করতে পারে না। ওদের নিজেদের কাছেই পর্যাপ্ত বিদ্যুৎ এবং জল নেই। ওরা আবার কাশ্মীর নিয়ে কী করবে? ভারতের প্রয়োজনও নেই পাকিস্তানের উপর কোনও আক্রমণ হানার। কারণ ওদের নিজের দেশের লোকরাই ওদের সরকার নিয়ে বিরক্ত। আর ওখানে যদি এরকম পরিস্থিতি চলতে থাকে, তাহলে পাক নাগরিকরা নিজেরাই ওদের সরকারের ওপর আক্রমণ করবে।" এখানেই থামেননি দক্ষিণাত্যভূমের সুপারস্টার।

পাকিস্তান সরকারকে খোঁচা দিয়ে বিজয় দেবেরাকোন্দার সংযোজন, "৫০০ বছর আগেকার আদিম প্রজাতির মতো আচরণ করে ওরা। এই কঠিন সময়ে আমাদের দেশের সকলকে একজোট হতে হবে। একে অপরকে ভালোবাসা উচিত। আমাদের সবসময় মানুষ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়া উচিত। আসলে শিক্ষা ভীষণই গুরুত্বপূর্ণ। কাশ্মীরে যা ঘটছে তার সমাধান হল ওই সন্ত্রাসবাদীদের প্রকৃত অর্থে শিক্ষিত করে তোলা এবং নিশ্চিত করা যে, ওদের ব্রেনওয়াশ করা হচ্ছে না। আর কাশ্মীর বরাবর ভারতের, এবং কাশ্মীরিরা আমাদের। এই তো দু' বছর আগে আমি কাশ্মীরে 'কুশি'র জন্য শুটিং করেছি। আমার তো খুব ভালো স্মৃতি রয়েছে ওখানকার।"

প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের নির্বিচারে হত্যা করার পর থেকেই অস্তিত্ব সংকটে কাশ্মীরের পর্যটন শিল্প। রুটিরুজির চিন্তায় স্থানীয়দের কপালেও ভাঁজ পড়েছে। কারণ ভূস্বর্গের অর্থনীতি পর্যটন শিল্পের উপরই দাঁড়িয়ে। এহেন ভয়ানক জঙ্গি হামলার পর আর কোনও পর্যটক সেখানে পরিবার, সন্তান নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিনা, সেই নিয়ে সংশয়ে স্থানীয়রা। এমন আবহেই বিজয় দেবেরাকোন্দার ইঙ্গিতপূর্ণ বার্তা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও হামলার পর পাকিস্তান সরকারকে নিয়ে কড়া কথা বিজয় দেবেরাকোন্দার।
  • দক্ষিণাত্যভূমের তারকার সাফ কথা, "কাশ্মীর ভারতের আর কাশ্মীরিরা আমাদের।"
  • সরাসরি ইসলামাবাদকে বিদ্রুপ করেছেন বিজয়।
Advertisement