সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নভঙ্গের পাশাপাশি এ যেন হৃদয়ভঙ্গও! বুধবার ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat Disqualified) নিয়ে আবেগে ভাসছে গোটা দেশ। মেডেল হাতছাড়া হয়েছে ঠিকই! কিন্তু ভিনেশ ফোগাটের মতো দুরন্ত কুস্তিগিরের বিরুদ্ধে গোটা দুনিয়ার সামনে প্যারিস অলিম্পিকের মঞ্চে যেভাবে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তাতে দুঃখিত ভারতের ক্রীড়ামহল। সেই সঙ্গে অনেক প্রশ্নও উঠেছে অলিম্পিক থেকে ভিনেশের বাতিল হওয়া নিয়ে। এই কঠিন সময়ে, মোদিপন্থী কঙ্গনা রানাউত যখন অতীত কথা তুলে কুস্তিগিরকে বিঁধেছেন, তখন ভিনেশ ফোগাটের হয়ে সরব ভিকি কৌশল, আলিয়া ভাট, করিনা কাপুররা।
গোটা দেশ তাকিয়ে ছিল তাঁর দিকে। বুধবার রাতে অলিম্পিকে (Paris Olympics 2024) সোনা জয়ের লক্ষ্যে নামার কথা ছিল ভারতের তারকা কুস্তিগির ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। কিন্তু তার আগেই যেন আকাশ ভেঙে পড়ল মাথার উপর! নির্দিষ্ট ওজনের থেকে ১০০ গ্রাম বেশি হওয়ায় অলিম্পিক থেকেই ছিটকে যেতে হল ভিনেশকে। যার জেরে নিশ্চিত হয়ে যাওয়া রুপোর মেডেলও অধরাই রয়ে গেল। খালি হাতেই কুস্তিগিরকে দেশে ফিরতে হচ্ছে! অলিম্পিকের মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন ফোগাট। যে দৃশ্য দেখে চোখে জল ধরে রাখতে পারলেন না বলিউড তারকারাও! এই কঠিন সময়ে ভিনেশ ফোগাটের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে চলেছেন আলিয়া ভাট, করিনা কাপুর, সামান্থা প্রভু, ফারহান আখতারের মতো একাধিক তারকারা।
ভিকি কৌশল বলছেন, "ভিনেশ তুমি মেডেলের উর্ধ্বে।" আলিয়া ভাটের মন্তব্য, "ভিনেশ ফোগাট তুমি গোটা দেশের জন্য এক অনুপ্রেরণা। ইতিহাস ছোঁয়ার জন্য তুমি যা কসরত করেছে, যে সাহস দেখিয়েছ কিংবা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, তোমার সেই পরিশ্রমগুলো কেউ কেড়ে নিতে পারবে না। আজ হয়তো তোমার মন ভেঙেছে, তার সঙ্গে আমাদেরও হৃদয়ভঙ্গ হয়েছে। তবে তুমিই আমাদের সোনার মেয়ে। তুমি লোহা, তুমি ইস্পাত!! তোমার কাছে এগুলো কেউ কেড়ে নিতে পারবে না। তুমি প্রকৃত চ্যাম্পিয়ন। তুমি একমেবাদ্বিতীয়ম।"
করিনা কাপুরের কথায়, "ভিনেশ ফোগাট জীবন্ত কিংবদন্তী।" ফারহান আখতার লিখলেন, তুমি কতটা বিধ্বস্ত, সেটা হয়তো বোঝার চেষ্টা করছে সকলে। এভাবে তোমার অলিম্পিক সফরটা শেষ হওয়ায় আমার মন ভেঙে গেল। তবে জেনে রেখো, তোমার জন্য এবং তোমার অবদানের জন্য আমরা সকলে গর্বিত। তুমি লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা। সত্যিকারের চ্যাম্পিয়ন। সামান্থা বলছেন, কখনও কখনও উঁচুতে পৌঁছেও অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তবে মনে রেখো, তুমি একা নও, সর্বশক্তিমান তোমার উপর নজর রাখছে। এত প্রতিকূলতার মাঝেও তোমার টিকে থাকার লড়াইটা সত্যিই প্রশংসনীয়। তোমার সঙ্গে আমরা সবসময়ে রয়েছি।
[আরও পড়ুন: বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা! ‘মোমবাত্তিওয়ালা বুদ্ধিজীবী কৌশিক-অপর্ণারা চুপ কেন?’, খোঁচা তথাগতর]
প্রসঙ্গত, বুধবার সকালে ওজন করার সময় দেখা যায় ভিনেশের ওজন বেড়ে গিয়েছে। ৫০ কেজি বিভাগে তাঁর নামার কথা ছিল। তবে নির্ধারিত ওজনের থেকে ১০০ গ্রাম বেশি হওয়ায় প্যারিস অলিম্পিক মেডেল তাঁর অধরাই রয়ে যায়। যা নিয়ে বর্তমানে নানা প্রশ্ন, নানা চর্চা শুরু হয়েছে। সেই আবহেই ভিনেশ ফোগাটের ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার বিষয়টিকে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না হুমা কুরেশি, স্বরা ভাস্কররা।